নিজস্ব প্রতিবেদন : সরস্বতী পূজা হোক বা ভ্যালেন্টাইনস ডে সর্বদাই যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য, মন খারাপের দিন হয়ে দাঁড়িয়ে থাকে। তবে এবার আর দুঃখের কোন কারণ নেই। বরং যেখান থেকে আপনারা জামা কাপড় বা নিজের পছন্দ মতন জিনিস কিনতে পারেন সেখান থেকেই এবার কিনে নিতে পারবেন নিজের পছন্দসই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড।

এখনকার দিনে ফোনেতে অ্যামাজন নেই এমন মানুষ খুবই কম রয়েছে। অনলাইন শপিং মানি আমরা জানি অ্যামাজন এবং ফ্লিপকার্ট। এবার সেই amazon থেকেই পেয়ে যাবেন পছন্দ মতন প্রেমিক প্রেমিকা। গুগলে গিয়ে সার্চ করতে হবে অ্যামাজন ডেটিং অ্যাপ। সেখানে লগইন করলেই পেয়ে যাবেন নানা ধরনের অপশন।

গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড তার তলাতেই দেয়া থাকবে তার দাম। এমনকি মাত্র এক দিনের মধ্যে ডেলিভারিও হয়ে যাবে আপনার পছন্দ মতন ঠিকানায়। এমনকি এই অ্যাপেতে আপনার কাছে রিটার্নের অপশন রয়েছে। সুতরাং আর দেরি কেন! ভ্যালেন্টাইন্স ডে তে আর একা না থেকে নিজের পছন্দ মতন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অর্ডার দিয়ে দিন।