27 C
Kolkata

Continental স্বাদের অন্য ঠিকানা ‘Café Bowbazar’

খাদ্যরসিক বাঙালির মুখের স্বাদ প্রতি মুহূর্তে পাল্টায়। একঘেয়ে বিরিয়ানি-চাউমিন খেতে খেতে বোর হয়ে যাওয়া খাদ্য প্রেমীর মন করে একটু Continental, মকটেলের। স্যান্ডউইচ খেতে চাইছেন অথচ স্বাদ চাইছেন পিৎজার? চলে আসুন ৪১, ললিত ব্যানার্জি সরনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫নং গেটের ঠিক পাশে ছিমছাম,মনোরম পরিবেশে ‘চিকেন পিৎজা স্যান্ডউইচ’ বা ‘পনির পিৎজা স্যান্ডউইচের’ স্বাদ নিতে ‘Café Bowbazar’-এ। বহুদিনের  সুপ্ত ইচ্ছার পর ২০২১ সালের ৮ই ডিসেম্বর যাত্রা শুরু করে ‘Café Bowbazar’। ‘কান্নাহাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা,তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা’ এই প্রয়াস নিয়েই বিভিন্ন বয়সের মানুষ আসে ‘চিকেন টেনডার’, ‘চকোলেট চিজ্ স্যান্ডউইচ’,’কাস্টার্ড’-র স্বাদ নিতে ক্যাফেতে দু-দন্ড সময় কাটাতে। কফি , মকটেল,  চকলেট  সেক খেতে খেতে কতই না নতুন সম্পর্ক গড়ে ওঠে ছোট্ট পরিসরে। পাসতা , ভেজ/ননভেজ ফ্রাই, বিভিন্ন ধরনের স্যান্ডউইচ খেতে খেতে আবার প্রবীণেরা ব্যস্ত থাকে অতীতের স্মৃতিচারণে। বাদ যায়না নবীনরাও। অতিথিদের রসনা তৃপ্ত করার জন্য সবসময়েই তৈরী ‘Café Bowbazar’। তাই সময় কাটাতে চলে আসুন ‘Café Bowbazar’-এ। পেট ও মন দুই তৃপ্ত হতে বাধ্য।

আরও পড়ুন:  Hair Mask: পুজোর আগে চুলের সৌন্দর্য বাড়াবার চাবিকাঠি

আমরা যা পরিবেশন করি–

  • চিকেন পিৎজা স্যান্ডউইচ
  • পনির পিৎজা স্যান্ডউইচ
  • চিকেন টেনডার
  • চকোলেট চিজ্ স্যান্ডউইচ
  • কাস্টার্ড
  • এছাড়াও কফি, মকটেল,  চকলেট  সেক, পাসতা, ভেজ/ননভেজ ফ্রাই আর বিভিন্ন ধরনের স্যান্ডউইচ তো আছেই।
আরও পড়ুন:  Gift Ideas for Festive Season: এই পুজোর মৌসুমে জীবনসঙ্গীকে কিভাবে খুশি করবেন ভাবছেন! দেখে নিন এক নজরে কিভাবে খুশি হবে আপনার জীবনসঙ্গী

আমাদের ঠিকানা : ৪১, ললিত ব্যানার্জি সরনী, কোলকাতা- ৭০০০৭৩। মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ৫নং গেটের ঠিক পাশেই।

যোগাযোগ : ৯৮০৪১৫১৬০৮

Featured article

%d bloggers like this: