নিজস্ব প্রতিবেদন: মেয়ে মানেই তারা মেকআপ ফ্রেন্ডলি। মেকআপ করতে পছন্দ করেন না এরকম মহিলা খুঁজে পাওয়া বেশ দায়। কিন্তু মেকআপ করাই হচ্ছে কাল। নিজের মুখকে সুন্দর দেখাতে গিয়ে নষ্ট হচ্ছে জামা? বাজে দাগ ধরে যাচ্ছে আপনার জামায় মেকাপের?চিন্তা নেই এক চুটকিতেই জামা থেকে উঠে যাবে মেকাপের দাগ।

অনেকেরই অভ্যাস আছে জামা কাপড় পড়ে তার সঙ্গে ম্যাচিং মেকআপ টোন আনার। কিন্তু মন দিয়ে মেকাপ করতে গিয়ে কখনও যদি হাত ফসকে মেকআপ যদি জামায় পড়ে যায় তাহলেই সর্বনাশ। মেকআপ জামায় পড়া মানেই জামা নষ্ট। জামা থেকে মেকাপের দাগ উঠাতে জেনে নিন কয়েকটি টিপস।

যদি মেকাপ করতে গিয়ে জামায় মেকআপ লেগে যায় তাহলে মেকআপ লাগা জায়গাটি ধুতে পারেন অ্যালকোহল দিয়ে। যদি লিপস্টিক বা আইলাইনারের দাগ হয় সেটা খুব ভালোভাবে ধুয়ে যায় অ্যালকহলে। যদি ফেস পাউডারের গুঁড়ো আপনার জামায় আটকে যায় তাহলে ব্যবহার করুন ব্লো ড্রায়ার।