29 C
Kolkata

Did You Know ? : জ্বরের ওষুধের কারনে শিশুদের মস্তিস্কের সমস্যা বাড়ছে

নিজস্ব প্রতিবেদন : প্যারাসিটামলের সঙ্গে আমরা ভীষণ ভাবে পরিচিত। যেকোনো সময়ই প্রায় সবার বাড়িতেই মেয়ে এই নামের ওষুধ। জ্বর হয়েছে মানে সবার আগে মাথায় আসে প্যারাসিটামল। সর্বাপেক্ষা কার্যকরী ও সহজলভ্য ওষুধ। তবে আপনার কি ধারণা আছে প্যারাসিটামল আপনার শিশুর জন্য কতটা ক্ষতিকর ?

সাম্প্রতিক একটি গবেষণা বলছে প্যারাসিটামল শিশুদের মস্তিষ্কের বিকাশে বাঁধা সৃষ্টি করে । এমনকি একটি পরিক্ষা করার পর তারা দাবি করেছেন যে শিশু বা ভ্রূণ অবস্থায় মস্তিষ্কের বিকাশের সময় প্যারাসিটামলের প্রয়োগ মস্তিষ্কের পরিনতি হওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। এর প্রভাব সুদূরবিস্তারি হতে পারে।যা প্রাপ্তবয়সেও থেকে যেতে পারে এর প্রভাব। সামগ্রিকভাবে মানুষের ‘আইকিউ’ লেভেল কম হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। তাই শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল প্রয়োগের ব্যাপারে বাবা-মাকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন গবেষকরা।

আরও পড়ুন:  Weight Loss: ওজন বেড়েছে বলে চিন্তায় ? সকাল-বিকাল এই উপায়ে মেদ ঝরবে ঝটপট

Featured article

%d bloggers like this: