নিজস্ব প্রতিবেদন : আমাদের মাঝেই এমন কিছু জিনিস আছে যেগুলি আমরা অনেকে বিশ্বাস করি। আবার অনেকেই করিনা। আসুন জেনেনি সেই সমস্ত ফেং শ্যুই।
পা কুয়া দর্পণ : ক্ষতিকারক শক্তিগুলোকে এই আয়নাটি আপনার ঘরে ঢুকতে বাঁধা দেয়।তাই বাড়ির মূল দরজার বাইরে রাখা উচিত।
খাওয়ার ঘরে আয়না : খাওয়ার ঘরে কোন বড় আয়না বা দেওয়াল আয়না থাকা বাঞ্ছনীয়। যদি খাওয়ার ঘরে সুস্বাদু খাবারের ছবি বা টেবিলের ওপর কাচের বাটিতে বা পাত্রে তাজা ফল রেখে দিতে পারেন। আপনার বাড়িতে কখনও খাদ্যের অভাব হবে না।
গোল্ড ফিস সহ অ্যাকুরিয়াম : আপনার ঘরে অ্যাকুরিয়ামে গোল্ড ফিস রাখতে পারলে তা হবে সউভাগ্য বৃদ্ধির এক মহৎ উপায়।আপনি ৯ টা মাছ রাখবেন তার মধ্যে ৮ টা হবে লাল বা সোনালি রঙের আর একটা হবে কালো রঙের।
দরজার হাতলে মুদ্রা বা ঘণ্টা : দরজার হাতলে ফেং শুই মুদ্রা বা ঘণ্টা রাখা মানে ধনভাগ্যকে সর্বোৎকৃষ্ট উপায়ে বাড়িতে ডেকে আনা। আপনি তিনটি পুরানো চিনদেশীয় মুদ্রা বা ঘণ্টা একটা লাল রিবনে বেঁধে সদর দরজার ভেতরের দিকে ধুলিয়ে দিন।
লাফিং বুদ্ধ : হাস্যরত বুদ্ধ ধনদেবতার অন্যতম একজন বলে বিবেচিত হন।ইনি সৌভাগ্য, সিদ্ধি ও আর্থিক সমৃদ্ধি আনেন। এই মূর্তি ৩০ ইঞ্চি উঁচু কোনও জায়গায় সোজা দরজার দিকে মুখ করে বসাতে হবে।তবে এটিকে কখনও শোওয়ার ঘরে, রান্না ঘরে রাখবেন না।
তিন পা-ওয়ালা ব্যাঙ : এটি ভীষণ সৌভাগ্যসূচক হিসাবে পরিগণিত।এর মুখ সাধারণত একটা বা তিনটি মুদ্রা থাকে।মুখে মুদ্রা সহ তিন-পাওয়ালা ব্যাঙ রাখা তাই খুব ভালো।প্রধান দরজার কাছে ভিতরের দিকে যে কোনও জায়গায় ব্যাঙটি রাখতে পারেন।
স্ফটিক বল : আপনার বাড়ির দক্ষিন-পশ্চিম দিকের সঙ্গে প্রেম ও রোমান্সের মধুর সম্পর্ক জড়ানো থাকে।