নিজস্ব প্রতিবেদন : শুন্য থেকে শুরু করে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সারা পৃথিবীকে ভারতবর্ষ শিখিয়েছে তা অনেকেরই জানা। ভারতবর্ষের ইতিহাস বহু পুরনো। শুধু শুন্য নয়, এমন কিছু তৈরি হয়েছিল সেই সময় যে আজও গর্ব প্রকাশ করতে পারে ভারতবাসী সারা পৃথিবীর কাছে।
পথিবীর প্রথম বোতাম তৈরি হয়েছিল ভারতে! হ্যাঁ ! বিষয়টি হয়তো অনেকেরই অজানা। কিন্তু এটাই সত্যি। এগুলো সিন্ধু সভ্যতার সময় তৈরি হয়। মোটামুটি ২০০০ খ্রীষ্টপূর্বাব্দে। বোতাম গুলি তৈরি হত বিভিন্ন খোলস থেকে যেমন শামুক, ঝিনুক ও শঙ্খ থেকে। এগুলি জামার বোতামের সাথে অলংকার হিসাবে ব্যবহার করা হত। ভাবতে অবাক লাগে। ৪০০০বছরের আগে ভারতের তৈরি হওয়া জিনিসের কদর আজও সমান ভাবে রয়েছে শুধু নির্মানের ক্ষেত্রে প্লাস্টিক আর ধাতু ব্যবহার হচ্ছে।