21 C
Kolkata

Dog Cry : রাতে কুকুর কাঁদলে কেন অশুভ বলা হয় ?

নিজস্ব প্রতিবেদন : আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে কুকুর এর কান্না কে বা বিড়ালের কান্না কে অশুভ বলে মনে করা হয়। এই ধারণা মানুষের বহু কাল পুরানো। কিন্তু কোন কারণে এরকম ধারার প্রচলন হয়েছে আর বিষয়টি কতটা সত্যি এই প্রশ্ন আমাদের সবার মনে একবার হলেও জেগেছে। আসুন জেনেনিই প্রচলিত সংস্কারের পিছনের থাকার আসল কারনটি।

জ্যোতিষীদের মতে, কুকুর কাঁদের যখন তাদের আশেপাশে আত্মারা ঘুরে বেড়ায়। সাধারণ মানুষেরা আত্মাদের দেখতে পায় না কিন্তু কুকুর তাঁদেরকে দেখতে পায়।সেই কারণেই কেঁদে ওঠে।

বিজ্ঞানীদের মতে, কুকুরের কাঁদার আওয়াজ বলে যেটাকে আমরা জানি সেটি আসলে কুকুরের কান্না নয়। তারা রাতের বেলায় তাঁদের দূরে থাকা সঙ্গীদের ডাকার জন্য ব্যবহৃত করা একটি ডাক। এই ডাকের মাধ্যমে তারা দূরের সঙ্গীদের কাছে কোন বার্তা পৌঁছানোর চেষ্টা করে। পাশাপাশি সঙ্গিনীকে নিজের অবস্থা জানিয়ে দেয়।

আরও পড়ুন:  Gold Price: বিয়ের মরশুমে ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম! জানুন কলকাতায় কত যাচ্ছে…

দ্বিতীয়ত, কুকুরের আঘাত লাগলে তা থেকে তাদের শরীরে ব্যাথা হয়,সেই কষ্টের কথা সঙ্গীদের জানাতে তারা ওইরকমভাবে ডাকে।

তৃতীয়ত, কুকুরেরা কখনও একা থাকতে পছন্দ করে না। তাই তারা যখন একা হয়ে যায় তখন তারা তাদের সঙ্গীদের ডাকার জন্য ওইরকমভাবে ডাকে।

Featured article

%d bloggers like this: