নিজস্ব প্রতিবেদন: সাংসারিক অশান্তি,মনোমালিন্য প্রতিটি সংসারেরই অঙ্গ। অনেক সময় সাংসারিক অশান্তির প্রভাব এসে পড়ে স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনে। হয়তো ভালোবাসা থাকলেও অশান্তির জন্য সেই ভালোবাসা রাগে পরিণত হয়। প্রত্যেক স্ত্রী চায় তার স্বামীর কাছে সেরা হয়ে উঠতে। কিন্তু জানেন কি স্বামীর চোখে সেরা হয়ে উঠতে গেলে কি করতে হবে একজন উপযুক্ত স্ত্রী কে?

ভালোবাসা, বিশ্বাস,বন্ধুত্ব, শারীরিক সুখ সবটাই দরকার একজন স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্কের জন্য। স্বামীর চোখে ভালো স্ত্রী হয়ে উঠতে গেলে যদি আপনার স্বামী অসুস্থ হয় তাহলে তাকে নিজের হাতে ওষুধ খাইয়ে দেওয়া, মায়ের মত স্বামীকে যত্ন করা সবটাই কিন্তু করতে হবে।

পাশাপাশি ভালবাসতে হবে স্বামীকে। স্বামী অফিস থেকে ফিরলে তার হাতে জলের গ্লাস এগিয়ে দেওয়া। তার কপালে ঘাম হলে সেই ঘাম পুষিয়ে দেওয়া এগুলো করলে কিন্তু সম্পর্ক সুন্দর হয়।

আবার ধরুন স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে কিন্তু রাতে স্বামীকে শারীরিক সুখ দিতে হবে। স্বামী প্রিয় মানুষ হয়ে ওঠার জন্য সুস্থ যৌন জীবন অবশ্যই একজন স্ত্রী হয়ে দেওয়া উচিত।

অপরদিকে স্বামীর একজন বন্ধু হয়ে উঠতে হবে। সে কি বলতে চাইছে? তার মনের কথা জানা, তাকে সাপোর্ট করা সবটাই কিন্তু একজন স্ত্রী হয়ে জানা উচিত।
