25 C
Kolkata

Ghree For Hair Care:চুলের যত্নে ঘিয়ের অনেক কার্যকরীতা

নিজস্ব সংবাদদাতা:অনেকেরই অল্প বয়সে চুল পাকতে থাকে। এই কারণ সমাধান খুঁজতেই হতাশ হয়ে পড়তে হয়। কিন্তু আপনি কি জানেন, চুলের যত্নে দেশি ঘি খুবই উপকারী? ঘি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, পাশাপাশি ত্বক ও চুল ভালো রাখতে খুবই কার্যকর।ঘি দিয়ে চুলে ম্যাসাজ করলে চুল ফাটা, খুশকির সমস্যা, চুল পেকে যাওয়ার মতো সমস্যা কমে। চলুন তবে এই বিষয়ে জেনে নেওয়া যাক-

চুল পাকা রোধে

চুল পাকা রোধে দেশি ঘি ব্যবহার করতে পারেন। দেশি ঘি দিয়ে ১৫ মিনিট চুলে ম্যাসাজ করুন। এতে চুল পাকার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

চুলের বৃদ্ধিতে

চুলের বৃদ্ধির জন্য ঘি দিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন। ঘিয়ের মধ্যে আমলকি বা পেঁয়াজের রস মেশাতে পারেন। দেশি ঘি দিয়ে চুলে ম্যাসাজ করলে চুল পড়াও কমে যাবে। আর মাথার ত্বকে ঘি দিয়ে ম্যাসাজ করলে মাথায় রক্ত চলাচল ভালো হয় এবং চুল বাড়তে সহায়তা করে।

আরও পড়ুন:  Dark Spots on Face : ছোট্ট এই কাজ করলেই চিরতরে মুছবে মুখের কালো দাগ

খুশকি থেকে মুক্তি

খুশকি চুলের ক্ষতি করে। খুশকি দূর করতে দেশি ঘি ব্যবহার করতে পারেন। দেশি ঘি দিয়ে ১৫ মিনিট চুলে ম্যাসাজ করুন। এতে খুশকিও দূর হবে।

চুলকে আর্দ্র রাখে

আর্দ্রতার অভাবে চুল নিস্তেজ হয়ে যায়। ঘিয়ে থাকা ফ্যাটি অ্যাসিড মাথার ত্বককে পুষ্ট করে চুলের গোড়াকে ভেতর থেকে আর্দ্র করে, ফলে চুল নরম ও মসৃণ হয়।

Featured article

%d bloggers like this: