নিজস্ব প্রতিবেদন: সেলবদের মত স্ক্রিন পেতে কে না চায়? তাদের মত জেল্লার দিকে নজর থাকে সকলের। অভিনেতা অভিনেত্রীদের মতো স্কিন পেতে তো আপনারও ইচ্ছে করে তাই না? কিন্তু অনেকের পকেটে এত টাকা থাকে না ত্বকের যত্ন করার। তবে আর বাড়তি খরচ নয়, এবার রান্নাঘরের জিনিস দিয়ে করুন ত্বকের পরিচর্যা।

আপনার রান্নাঘরে থাকা সামগ্রী দিয়েই চটজলদি বানিয়ে ফেলতে পারেন ফেসপ্যাক। শীতকালে ত্বকের উপরে অনেক সময় মরা চামড়ার একটা আস্তরণ হয়ে যায়। সেই চামড়াকে দূর করতে সাহায্য নিতে পারেন আলুর। কারণ আলু আমাদের ত্বকের জন্য উপকারী। আলুর মধ্যে থাকা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি খুব ভালো করে ত্বককে। আলুর মধ্যে থাকা রস বার করে কিছুক্ষণ রেখে আস্তরণটুকু নিয়ে রসটা ফেলে দিন। এটি অ্যালোভেরা জেলের সঙ্গে প্রতিদিন রাতে শুতে যাবার সময় লাগিয়ে শুয়ে পড়লেই সকালবেলা ঘুম থেকে উঠে মুখ উজ্জ্বল হয়ে উঠবে।

অপরদিকে আপনি ব্যবহার করতে পারেন চাল,আপনার রূপ বাড়াতে। কোরিয়ান রূপচর্চায় চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাটার সঙ্গে কাঁচা দুধ খুব ভালো করে মিশিয়ে তার মধ্যে চাল দিন। চাল বেটে খুব ভালো করে ছেঁকে অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে নাইট ক্রিম
হিসেবে মেখেনিলেই কেল্লাফতে।
