নিজস্ব প্রতিবেদন: অগ্রহায়ণ মাসের মাঝামাঝি। একটু একটু করে যেমন শীত ঢুকতে শুরু করেছে বঙ্গে, তেমনই রমরমিয়ে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। তবে এই আবহে চিন্তা বাড়ছে গ্রাহকদের। কারণ, ডিসেম্বর পড়তে প্রায় রোজই বাড়ছে সোনার দাম। গত কয়েকদিনে সোনার গয়না কিনতে গিয়ে কার্যত মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। সপ্তাহের প্রথম দিনে ফের দাম দাম বাড়ল হলুদ ধাতুর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৬০ টাকা।
বিয়ের মরশুমে ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম। এদিন আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৮০৮.৫১ মার্কিন ডলার। সোমবার দুপুর ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম: ২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৯৬০ টাকা, ২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৯,৬৮০ টাকা, ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৯,৬০০ টাকা, ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৯৬,০০০ টাকা, ২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৪১১ টাকা, ২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৩,২৮৮ টাকা, ২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৪,১১০ টাকা, ২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৪১,১০০ টাকা।
সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রূপোরও। ১ কেজি রুপোর দাম বেড়েছে ৯০০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম: ৭২,৫০০ টাকা।