29 C
Kolkata

Recruitment: সুখবর! রাজ্যে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদনের শেষ তারিখ….

নিজস্ব প্রতিবেদন: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ফের রাজ্যে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাঁকুড়া সাব ডিভিশনাল অফিসর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনের জন্য বিস্তারিত তথ্য জেনে নিন…

নিয়োগকারী সংস্থা- বাঁকুড়া সাব ডিভিশনাল অফিস (Bankura Sub Divisional Office)

পদের নাম- ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর বা আশা কর্মী পদে নিয়োগ করা হচ্ছে।

নিয়োগস্থল- শ্চিমবঙ্গের বাঁকুড়ার জন্য নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা- বাঁকুড়া সাব ডিভিশনাল অফিসের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর, এমবিএ, এমএসডব্লু করতে হবে।

বয়সসীমা- ২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স হতে ৪০ বছরের মধ্যে। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। ওবিসি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন এবং SC, ST প্রার্থীরা ছাড় পাবেন ৫ বছরের।

আরও পড়ুন:  Sweet Recipe: মিষ্টির বদলে শেষ পেতে চেখে দেখুন লোভনীয় মিল্ক ডেজার্ট 

আবেদনমূল্য- কোনও আবেদনমূল্য দিতে হবে না এই পদে আবেদনের জন্য।

বেতন- মাসিক বেতন মিলবে ১৫ হাজার টাকা।

নির্বাচন পদ্ধতি- লিখিত পরীক্ষা, কম্পিউটারে দক্ষতার পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি- প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র পৌঁছে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। The Sub Divisional Officer, Bankura Sardar, P.O, PS Bankura, Dist. Bankura, Pin – 722101। ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

Featured article

%d bloggers like this: