24 C
Kolkata

Health tips: হংকং ভাইরাসের থাবায় মৃত্যু, আগে থেকেই সাবধান হন

নিজস্ব প্রতিবেদন: ক্রমাগত ছড়াচ্ছে একের পর এক ভাইরাস। করোনা ভাইরাস আতঙ্ক কাটাতে না কাটাতেই হাজির হয়েছে হংকং ভাইরাস। দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে এই ভাইরাস। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

এমনকি দেশে ৯০ জন এই ভাইরাসে আক্রান্ত। ক্রমাগত সকলের মনে আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস। তবে, ভাইরাস থেকে বাঁচতে আগেভাগেই সাবধান হন। ইতিমধ্যে যেহেতু হংকং ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের তাই এই ভাইরাসের সংক্রমণের উপসর্গ জেনে রাখা উচিত। চিকিৎসরা বলছেন এই ভাইরাসে সর্দি, গা গোলানো, বমি, গলাব্যথা, গা-ব্যথা, ডায়েরিয়ার মতো উপসর্গ হচ্ছে।

তাই যাদের বাইরে বেরোতে হয় তারা নিয়মিত হাত ধুন। ভিড় এলাকায় মাস্ক পরে থাকা ও নাক-মুখে হাত না দিয়ে ভিড় এড়িয়ে চলুন। বেশি করে জল ও তরল খাদ্য খান। যদি দেখেন জ্বর হয়েছে আর তা ক্রমাগত বাড়ছে তাহলে প্যারাসিটামল খান। নিজেরা ডাক্তারি না করে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে না যদি বাড়াবাড়ি হয়। মূলত এই মুহূর্তে দেশে আতঙ্ক ছড়াচ্ছে H3N2 ভাইরাস অর্থাৎ যা প্রচলিত ‘হংকং ভাইরাস’ নামে। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। ।

আরও পড়ুন:  Pension:খেজুরি বিধানসভার বিধায়ক,প্রাপ্য পেনশনের জন্য ঘুরছেন দোরে দোরে

Featured article

%d bloggers like this: