25 C
Kolkata

Recruitment: দ্বাদশ পাশেই ভারতীয় রেলওয়েতে চাকরির সুযোগ! জেনে নিন আবেদনের পদ্ধতি…

নিজস্ব প্রতিবেদন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রেলে চাকরির সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি, ভারতীয় রেলওয়েতেও কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেন্ট্রাল রেলওয়ের রিক্রুটমেন্ট সেলের তরফে কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। জেনে নিন কিভাবে আবেদন করবেন। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন পদ্ধতি নিচে বিস্তারিত দেওয়া হল……

শূন্যপদ- প্রায় ৬০০ শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৬ নভেম্বর।

শূন্যপদ-স্টেনোগ্রাফার- মোট ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। সিনিয়র কমন ক্লার্ক কাম টিকিট ক্লার্ক- মোট ১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। গুডস গার্ড- মোট ৪৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। স্টেশন মাস্টার- মোট ৭৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্টেন্ট- মোট ১৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। জুনিয়র ক্লার্ক কাম টিকিট ক্লার্ক- মোট ১২৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। অ্যাকাউন্ট ক্লার্ক- মোট ৩৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন:  EggLess Omelette: ‘ডিম’ ছাড়াই এবার বানিয়ে ফেলুন ‘ওমলেট’ !

শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী আবেদনকারীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। স্নাতকরাও এই শূন্যপদে আবেদন করতে পারেন।

বয়সসীমা- আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৪২ বছর হতে পারে।

আবেদন পদ্ধতি- প্রথমে সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://rrccr.com – এ ক্লিক করতে হবে। এরপরে ‘অনলাইন অ্যাপ্লিকেশন ফর ভেরিয়াস পোস্ট’ ট্য়াবে ক্লিক করতে হবে। এবার নাম নথিভুক্ত করে আবেদনপত্র পূরণ করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করুন এবং আবেদনপত্রের প্রিন্টআউট বের করে রাখুন।

Featured article

%d bloggers like this: