নিজস্ব প্রতিবেদন: বর্তমানে ইন্টারনেট পরিষেবা যাতে দ্রুত হয় তার জন্য 4G চালু করা হয়েছে। কিন্তু এই পরিষেবা নিয়েও সন্তুষ্ট নয় নেটিজেনরা। তাই এবার অধীর অপেক্ষায় দিন গুনছে তারা। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের ৫০ টি শহরের চালু হচ্ছে। হচ্ছে Jio True 5G পরিষেবা।

সেই তালিকায় নাম লিখিয়েছে পশ্চিমবঙ্গের দুটি শহর। সেই শহরগুলি হল আসানসোল এবং দুর্গাপুর। সার্বিকভাবে দেশে আপাতত মোট ১৮৪ টি শহরে Jio True 5G পরিষেবা মিলছে। এই নিয়ে JIO- র তরফ থেকে জানানো হয়েছে, “ওই ৫০ টি শহরের জিয়ো গ্রাহকদের কাছে ‘Jio Welcome Offer’ আসবে। যে ‘Jio Welcome Offer’-র মাধ্যমে ওই গ্রাহকরা নিজেদের ফোনে 5G পরিষেবা চালু করতে পারবেন।

সেজন্য বাড়তি কোনও টাকা লাগবে না। তাতেই Jio True 5G পরিষেবার আওতায় আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে 1GB পর্যন্ত স্পিড পাবেন গ্রাহকরা।” এই পরিষেবা চালু হলে হয়তো নেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।