21 C
Kolkata

Job : মাত্র পাঁচ বছর বয়স হলেই মিলবে ৫ লাখ ! কোন চাকরি দেখে নিন

নিজস্ব প্রতিবেদন : আট থেকে আশি, সকলের কাছেই প্রিয় বস্তু লজেন্স । নানা রঙের, নানা স্বাদের। তবে এবার এই লজেন্স খাওয়া জন্য আপনি পেতে পারে ৬০ লক্ষ টাকা। অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমনই এক চাকরির খবর মিলেছে। এক বিখ্যাত লজেন্স প্রস্তুতকারক সংস্থা খুঁজছে একজন চিফ ক্যান্ডি অফিসার। এই চাকরির বিজ্ঞাপন শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এর সবচেয়ে মজার বিষয় এর বয়স সীমা।

বিজ্ঞাপনে বলা হয়েছে ৫ বছরের বেশি বয়স হলেই তবেই এই চাকরিতে আবেদন করা যাবে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে। এরই মধ্যে ৮ বছরের এক খুদে আবেদন করেছে এই পদের জন্য।এছাড়াও অনেক অভিভাবকই তাদের বাচ্চাদের জন্য আবেদন করছেন।

আরও পড়ুন:  সাইনাসের সমস্যা! এড়িয়ে চলুন এইসব খাবারগুলি….

আপনার দেওয়া সেই রিপোর্টের ভিত্তিতেই তৈরি হবে লজেন্স। যা বিশ্ব বাজারে ছড়িয়ে পড়বে। তাই একটু এদিক থেকে ওদিক হলেই বিপদ।

শুধু এই লজেন্স কোম্পানিই নয় বিশ্বের প্রায় সব ধরনের খাবার প্রস্তুতকারক সংস্থা টেস্টার নিয়োগ দেয়। চকলেট, স্ন্যাকস, কফি উৎপাদন সংস্থাগুলোতে অসংখ্য টেস্টার থাকে। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই তৈরি হয় ফাইনাল পণ্যটি।

Featured article

%d bloggers like this: