22 C
Kolkata

Trans couple to became parents: স্বামীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন স্ত্রী


নিজস্ব প্রতিবেদন: কে নারী হয়ে জন্মগ্রহণ করবে আর কে পুরুষ হয়ে তা বোধহয় একমাত্র ভগবানের হাতেই। কিন্তু তবুও বহু পুরুষের মনে আকাঙ্খা থেকে সে নারী হবে বা কোনও নারীর মনে আকাঙ্খা সে পুরুষ হবে। অনেকে নিজের লিঙ্গ পরিবর্তনের জন্য রূপান্তরিত হয়। আবার কেউ রূপান্তরকামি হয়ে ওঠে। কিন্তু একজন রূপান্তরিত মানুষ কি কখনও মা হতে পারে?

হয়তো হতে পারে। যদি মনে ইচ্ছে থাকে তাহলে হতেই পারে একজন রূপান্তরিত মানুষ সন্তানের মা হতে পারে। এবার সেই ঘটনাই সত্যি হল। এবার মা-বাবা হতে চলেছেন রূপান্তরকামী স্বামী-স্ত্রী। ভালোবেসে তিন বছর ধরে একসাথে রয়েছেন জ়াহাদ-জিয়া। নিজেদের রূপান্তরিত করতে কত কয়েক বছর ধরেই তাঁরা হরমোন থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎই হরমোন থেরাপি বন্ধ করে তারা। কারণ এখন তারা মা বাবা হতে চায়।

আরও পড়ুন:  Anubrata Mondal:নিজের আধার কার্ড না থাকায় ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বীর’ কেষ্ট


কেরলের রূপান্তরকামী যুগল জ়াহাদ পাভাল ও জিয়া পাভালের। ২৩ বছরের জ়াহাদ রূপান্তরিত পুরুষ আর ২১ বছর বয়সি রূপান্তরিত মহিলা। আর এবার সেই দম্পতি হতে চলেছেন মা ও বাবা। তাই,আপাতত তাঁদের হরমোন থেরাপি বন্ধ থাকছে। শিশুর জন্মের পর আবার শুরু হবে সেই থেরাপি। জিয়া নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছেন তার স্বামীর অন্তসত্ত্বা হওয়ার কথা। জিয়া লেখেন, ‘আমার মা হওয়ার স্বপ্ন ও জ়াহাদের বাবা হওয়ার স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে’।

Featured article

%d bloggers like this: