22 C
Kolkata

Kitchen Tips: জেনে নিন প্রচন্ড গরমে সবজি সতেজ রাখার উপায়


নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই শহর জুড়ে প্যাচপ্যাচে গরম। মার্চের শুরু থেকেই যে গরম পড়েছে আর কয়েকদিন পর থেকে যে হাঁসফাঁস করবে সকলে তা বলাই বাহুল্য। কিন্তু এই প্রচন্ড গরমে , পেটকে আরাম দিতে বেশি করে সবজি খাওয়া উচিত। কিন্তু দিনে সবজি ভালো রাখা একটা দায়। কিন্তু জানেন কি প্রচন্ড গরমেও সতেজ রাখা যায় সবজি।

ফ্রিজে সতেজ ভাবে সবজি রাখতে সবজি পলিথিনের ব্যাগে রাখবেন না। সবজি রাখুন কাগজের প্যাকেটে কিংবা খবরের কাগজ দিয়ে মুড়ে। অনেকদিন সতেজ থাকবে। পাশাপাশি সবজি সতেজ রাখতে ফোড়ন থাকলে লঙ্কা থাকলে লঙ্কার বোটা ফেলে দিন। শাক কেটে না ধুয়ে রাখবেন। ধনে পাতা রাখবেন গোড়া ফেলে। শাকের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখার উপায় হচ্ছ একটু ভাপিয়ে রাখা। বেগুনের গায়ে মেখে রাখতে পারেন সামান্য একটু তেল।

ফ্রিজের গায়ের সাথে লাগিয়ে কোন খাবার রাখবেন না। বিশেষ করে কোন রকমের তাজা ফলমূল বা সবজি তো একেবারেই না। মাখন তো ফ্রিজে রাখতেই হয়, ঘি-কেও ফ্রিজে রাখতে পারেন অনেকদিন ভালো রাখার জন্য। তবে দুটিই রাখবেন একদম এয়ার টাইট পাত্রে। গুঁড়ো দুধ কিংবা চানাচুর, বিস্কিটের মত খাবার ফ্রিজে একদম সতেজ ও মুচমুচে থাকে। এক্ষেত্রে সবচাইতে ভালো হবে প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করলে। ফ্রিজে যাই রাখুন না কেন, প্লাস্টিকের এয়ার টাইট বাক্সে সংরক্ষন করুন। এবং ফ্রিজে সর্বদা এক টুকরো কাটা লেবু রাখুন। মাঝে মাঝে বেকিং সোডা মেশানো জল দিয়ে ফ্রিজ মুছে নিন। এতে এক খাবারের গন্ধ অন্য খাবারে প্রবেশ করবে না। ফ্রিজেও দুর্গন্ধ হবে না। ফ্রিজে যেমন মাংসই রাখুন না কেন, সেগুলো অবশ্যই ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে রাখুন। এতে মাংসে বাজে গন্ধ হবে না, অনেকদিন পর্যন্ত সতেজ থাকবে, স্বাদ থাকবে অক্ষুণ্ণ।

আরও পড়ুন:  Knee Pain: বাড়ছে হাঁটুর ব্যথা ? – জেনে নিন আর্থ্রাইটিসের খুঁটিনাটি ও উপশমের উপায়


মাছ ফ্রিজে রাখার আগে ভালো করে কেটে বেছে, নুন ,জল দিয়ে ধুয়ে তবেই রাখুন। এতে স্বাদে কোন হেরফের হবে না। আঁশটে গন্ধ ওয়ালা মাছে সামান্য একটু ভিনেগার মাখিয়ে রাখুন। ফ্রিজে কাটা পেঁয়াজ রাখতে চাইলে পেঁয়াজ একটি এয়ার টাইট বাক্সে রেখে সামান্য লবণ ছিটিয়ে দিন। তারপর বাক্সটি মুখ বন্ধ করে প্লাস্টিকের ব্যাগে ভরে নিন। ব্যাগটি সিল করে ফ্রিজে রাখুন। ফ্রিজে ডিম রাখার সময় মোটা অংশটি নিচের দিকে ও সরু অংশটি ওপরে রাখুন। ডিম হাতলে না রেখে বাটিতে করে ফ্রিজের ভেতরে রাখুন। অনেকদিন ভালো থাকবে। ফ্রিজের ভিতরের আঁশটে গন্ধ দূর করতে ফ্রিজে এক টুকরো কাঠ কয়লা রেখে দিন।
মাছ কেটে ধুয়ে জল ঝড়িয়ে তাতে লবন লেবুর রস এবং হলুদ গুড়ো মাখিয়ে প্যাকেট করে ফ্রিজে রাখলে মাছে একদম গন্ধ হবে না।

আরও পড়ুন:  Palmistry: আপনার হাতে কি M চিহ্ন আছে? জেনে নিন আপনার ভাগ্যফল

Featured article

%d bloggers like this: