25 C
Kolkata

Maha Shivratri: জানেন কোন নিয়মে শিবরাত্রি করলে কাটবে অর্থাভাব?


নিজস্ব প্রতিবেদন: প্রতিবছরই সকাল থেকে না খেয়ে দেয়ে শিবের মাথায় পূর্ণ অর্জনের জন্য জল ঢালে ভক্তরা। অনেকেই বলে শিবের মতো বর পেতে নাকি শিবরাত্রির উপোস করা হয়। কিন্তু জানেন কি, শিবরাত্রি শুধু শিবের মতো বর পাওয়ার জন্য নয়। শিবরাত্রির উপোস করলে কাটতে পারে অর্থাভাব। কিন্তু সেই শিবরাত্রি পালনের ক্ষেত্রে থাকেন নির্দিষ্ট কিছু নিয়ম।

আর মাত্র কয়েকদিন পরেই শিবরাত্রি। প্রতি বছরই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা গিয়ে থাকে। চলতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি রাতে ০৮.০২ এ শুরু হচ্ছে আর পরের দিন ১৯ ফেব্রুয়ারি বিকেল ০৪.১৮ তে শেষ হবে। এই সময়ের মধ্যে পুজো দিলে আপনিও হয়ে উঠতে পারেন কোটিপতি। কিন্তু তার জন্য মানতে হবে বেশ কিছু নিয়ম।

আরও পড়ুন:  Vegetables: জানেন কোন সবজিগুলি বেশি খেলে কিন্তু বিপদ ডেকে আনতে পারে !

শিব আর শক্তির মিলনের উৎসবই হল মহাশিবরাত্রি। পুরাণ অনুযায়ী মহাশিবরাত্রির দিনেই শিব ও পার্বতীর বিবাহ হয়। তবে, এই শিবরাত্রি পালনের দিন নানান মনস্কামনাও পূরণ হয়। যদি আপনার আর্থিক পরিস্থিতি দুর্বল থাকে সেক্ষেত্রে শিবরাত্রিতে কিছু জ্যোতিষ উপায় করে বাধা মুক্ত হওয়া যেতে পারে। যদি চাকরি ও ব্যবসায় সমস্যা চলে তাহলে মহাশিবরাত্রিতে উপোস করুন। এমনকি শিবলিঙ্গে জল ও মধু মিশিয়ে অভিষেক করতে পারেন। এমনকি আখের রস দিয়ে শিবের অভিষেক করলে লক্ষ্মী লাভ হয়। আটকে থাকা টাকাও লাভের জন্য শিবরাত্রির দিনে কোনও বলদকে সবুজ ঘাস খাওয়ান। শিবরাত্রির সন্ধ্যায় ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে জীবন থেকে বাধা, ভয় দূর হবে।

Featured article

%d bloggers like this: