22 C
Kolkata

Mahananda Barrage : মহানন্দা ব্যারেজের শুরু পরিযায়ী পাখির আনাগোনা

নিজস্ব প্রতিবেদন : শীত পড়তে না পড়তেই ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে শুরু হয়েছে পরিযায়ী পাখির আনাগোনা।উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এসে হাজির হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজের পশ্চিম ধনতলার মহানন্দা নন্দীতে।প্রত্যেক বছরই ফুলবাড়ি ব্যারেজ, গজলডোবায় পরিযায়ী পাখিরা আসে।পরিযায়ী পাখিরা আসতেই ভিড় বাড়ে পর্যটকদেরও।

স্থানীয়রা জানান, শীত শুরু হতেই বিভিন্ন প্রজাতির রুডি শেলডাক, রিভার ল্যাপউইং সহ নানা ধরনের অতিথি পাখি আসে।এবারও আসা শুরু হয়েছে।পরিযায়ী পাখিরা মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে আসে।শীত বেরোনোর সাথে সাথে তারাও ফিরে যায় তাদের দেশে।শীত যত বাড়বে পরিযায়ী পাখির সংখ্যাও বাড়বে।তেমনভাবে ভিড়ও বাড়বে পর্যটকদের

Featured article

%d bloggers like this: