নিজস্ব প্রতিবেদন:
একটানা কাজ করতে করতে কিম্বা ঘরে থাকতে থাকতে অনেকেই একঘেয়ে হয়ে যায়। মন করে একটু ঘুরতে যেতে। কিন্তু সেখানেই যে বাদ সাঁধে সময়। ঘুরতে যেতে ইচ্ছে করলেও সময়ের অভাবে তা আর সম্ভব হয়না। কিন্তু যদি আপনার সঙ্গিনীকে নিয়ে একটু সময় বের করে ঘুরতে যেতে যান তাহলে কিন্তু অবশ্যই যেতে পারেন নবাবের শহরে।

কি ভাবছেন নবাবের এই শহরটা আবার কোথায়? চিন্তা নেই বিশেষ দূর নয়। চোখের পলক মেললেই কিন্তু দেখা যাবে সেই শহরকে। বাঙালির দিপুদা নয়। যেতেই পারেন ইতিহাসে মোড়া মুর্শিদাবাদে।

এই মুর্শিদাবাদের পরতে পরতে রয়েছে ইতিহাস। দু-এক দিন থাকলেই আপনি সাক্ষী থাকতে পারবেন সুন্দর সুন্দর জায়গার। সেখানে ইতিহাস যেনও থমকে থেমে রয়েছে প্রতিটি জায়গায়। কলকাতা থেকে ইতিহাসে মোড়া মুর্শিদাবাদে যেতে সময় ও লাগেনা বিশেষ।

শিয়ালদা থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ৬.৫৫- র ট্রেন ধরুন আর সাড়ে তিনটে নাগাদ পৌঁছে যান মুর্শিদাবাদ। সেখানে গিয়ে ঢু মারতে পারেন অসাধারণ প্রাসাদ হাজারদুয়ারী। সেখানে গিয়ে ঘুরে ঘুরে দেখতে পারেন হাজারদুয়ারীর ৯০০টি আসল দরজা। আছে মিউজিয়ামও, বিশাল বড় সাদা রংয়ের প্রাসাদ থেকে ঘড়ি মিনার। এমনকি সেখান থেকে যেতেই পারেন ভাগীরথী পেরিয়ে খোশবাগ থেকে। সেখানে রয়েছে নবাব সিরাজউদ্দৌলার কবর।
