24 C
Kolkata

বৃষ্টির আবহাওয়ায় পাতে Recipe: পড়ুক একহাতা মটন ভুনা খিচুড়ি

নিজস্ব প্রতিবেদন: একেই গত কয়েকদিন ধরেই শহর জুড়ে অঝোর ধারায় হয়ে চলেছে বৃষ্টিপাত। বৃষ্টি সঙ্গে মাটির শোদা গন্ধ আর খিচুড়ি যেনও একে অপরের পরিপূরক। এই বৃষ্টির দিনে ছুটির দুপুরে হয়ে যাক না গরম গরম মটন ভুনা খিচুড়ি। একদিকে আকাশের মুখ ভার। অপরদিকে মাঝে মাঝেই মেঘের গর্জনে তোলপাড় হচ্ছে পেটের ভিতরের মটন ভুনা খিচুড়ির ডাক।

তাই মেঘলা দিনে গরম গরম পাঁপড় ডিম ভাজার সাথে পাতে পড়ুক খিচুড়ি। তাই খুব সহজেই অল্প সময়ে মটন ভুনা খিচুড়ি বানাতে নিয়ে নিন মটন ২ কেজি, তেল আধ কাপ আদাবাটা।রসুনবাটা ১/২ টেবিল চামচ, জিরাবাটা ১ চা চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, হলুদগুঁড়ো ১ চা-চামচ। গোলমরিচ গুঁড়ো ২ চা চামচ, মিট মশলা,তেজপাতা, দারুচিনি,ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ,নুন,টক দই, গরমমশলার গুঁড়ো। মটন ভুনা খিচুড়ি বানাতে প্রথমে মাংসের পিসগুলি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে গরম মশলার গুঁড়ো আর বেরেস্তা বাদে বাকি সব উপকরণ দিয়ে ভালোকরে মাখিয়ে রাখুন।

আরও পড়ুন:  Akanksha Dubey: হোটেলের ঘরে উদ্ধার ভোজপুরী অভিনেত্রীর ঝুলন্ত দেহ

এরপর কড়াইতে পরিমাণমতো গরম জল দিয়ে মাংস কষিয়ে মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে তাতে বেরেস্তা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। এরপর চাল ধুয়ে জল ঝরিয়ে ডাল অল্প ভেজে ধুয়ে রেখে দিন। কড়াইতে তেল ও ঘি গরম করে পেঁয়াজ ভেজে তাতে সব বাটা মশলা, গুঁড়ো মশলা আর গরম মশলা যোগ করে ভালো করে কষিয়ে এরপর চাল-ডাল দিয়ে ভেজে নিন। চাল একটু সেদ্ধ হয়ে গেল মাংসটা দিয়ে সিমে রেখে রান্না করুন। এরপর কাঁচা লঙ্কা আর বেরেস্তা যোগ করে দমে রাখুন মিনিট ২০। সব সেদ্ধ হয়ে যেতেই উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন মটন ভুনা খিচুড়ি।

Featured article

%d bloggers like this: