23 C
Kolkata

Mythology : ভারতেই রয়েছে যমরাজের মন্দির ! কোথায় জানেন ?

নিজস্ব প্রতিবেদন : যাকে আমরা মৃত্যুর দেবতার হিসাবে জানি। সেই যমরাজের মন্দির আছে। তবে সেটি কোথায় আছে, কি রকম দেখতে সেই মন্দির এবং কি হয় সেখানে জেনে নিন।

মৃত্যুর দেবতার যমরাজের এই মন্দিরটি দিল্লি থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের চম্বা জেলায় ভারমোর এলাকায় রয়েছে অবস্থিত৷ সেই মন্দিরটির ধর্মেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত। এখানকার বাসিন্দারা বিশ্বাস করেন যে মন্দিরের স্বয়ং যমরাজ বাস করেন এবং তার সাথে মানুষের কাজ কর্মের হিসাব রক্ষক চিত্রগুপ্তও থাকেন।

এমনকি ওই মন্দির সম্পর্কে শোনা যায় যে ওই মন্দিরটি নাকি পাহারা দেয় দুটি চার চোখওয়ালা কুকুর,যারা যমরাজেরই পোষ্য এবং মন্দিরের ভিতর নাকি একটি শূন্য প্রকোষ্ঠ রয়েছে। সেখানে নাকি স্বয়ং যমরাজের শাসন চলে। আর এই প্রকোষ্ঠে একবার কেউ প্রবেশ করলে সে আর জীবিত অবস্থায় বেরিয়ে আসে না। তবে ওই মন্দিরের সত্যিই কি যমরাজ বসবাস করেন কি না তা নিয়ে তেমন কোনো প্রমান পাওয়া যায়নি।

আরও পড়ুন:  West Bengal :বঙ্গে সুরাপ্রেমীদের সংখ্যা

Featured article

%d bloggers like this: