21 C
Kolkata

Fair skin: এবার ফর্সা হন এক সপ্তাহে

নিজস্ব প্রতিবেদন : ফর্সা উজ্জ্বল গায়ের রং কে না চান! তবে অনেক সময় কাজের চাপে গায়ের রং বসে যায়। আবার কখনো রোদে পুড়ে গায়ের পুরোনো রং হারিয়ে যায়। তবে আর চিন্তা নয়। এবার এক সপ্তাহেই ফিরে পাবেন নিজের সেই পুরোনো গায়ের রং। খুব বেশি খরচ নয় বরং বাড়িতে যা আছে সেই দিয়েই যে এতো ভালো ট্যান রিমুভ করা যেতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেননি আপনারা।

তবে এবার আর দেরি নয়, এবার চটপট নিজেকে আবার পুরোনো রূপে দেখার জন্য তৈরী হয়ে যান। প্রথমে একটি বাটিতে মাজন নিন। মাজন এমন একটি জিনিস যা সবার বাড়িতেই থাকে।তাই এই মাজন খুঁজতে বেগ পেতে হবে না। এরপর তার মধ্যে দিন বেকিং সোডা। এবং একটি গোটা লেবু দিয়ে দিন। মাখা মাখা করে পেস্টটি তৈরী করে নিন। তারপর নিজের শরীরের যে সমস্ত জায়গায় ট্যানের প্রভাব বেশি সেই জায়গায় লাগিয়ে শুকিয়ে যেতে দিন।

আরও পড়ুন:  Sleeping Problem: এক চুটকিতে অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পাবে না আপনি

২০ মিনিট থেকে ৩০ মিনিট পরে শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে প্যাকটিকে তুলে নিন। প্রথম দিনেই পার্থক্যটা বুঝতে পারলেও, টানা ১ সপ্তাহ করলে ট্যানের প্রভাব পুরোপুরি দূর হয়ে যাবে। কিন্তু টানা ১ সপ্তাহ করার পরে আবার বন্ধ করে দিলে চলবে না। তারপর থেকে সপ্তাহে কম করে ২ থেকে ৩ বার এই পেস্ট ব্যবহার করতে হবে। এবং মনে করে এই পেস্ট ধুয়ে ফেলার পরে রোজের ব্যবহারের যেকোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

Featured article

%d bloggers like this: