25 C
Kolkata

Palmistry: মহিলাদের ভাগ্যরেখা এরকম হলে উন্নতি অনিবার্য্য

নিজস্ব সংবাদদাতাঃ হস্তরেখা বিচারের ক্ষেত্রে ভাগ্যরেখা একটি গুরুত্বপূর্ণ। এই রেখা সাধারণত কব্জি বা মনিবন্ধের উপর থেকে শনির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হতে পারে। ভাগ্যরেখা জীবনের বিভিন্ন সময়ে, বিভিন্ন ঘটনার সাফল্য ও ব্যর্থতা নির্দেশ করে। অর্থাৎ সৌভাগ্য ও দুর্ভাগ্য নির্দেশ করে। ভাগ্যরেখা সাধারণত মনিবন্ধের উপর থেকে তৈরি হলেও কোনও কোনও ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্র থেকেও তৈরি হয়। যে ব্যক্তির ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে তৈরি হয়ে শনির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত থাকে, এই ধরনের ব্যক্তি সাধারণত রাজনীতির সঙ্গে যুক্ত হন বা রাজনীতিতে সাফল্য লাভ করেন। এই রকম ভাগ্যরেখা যদি সরু হয়, সে ক্ষেত্রে ব্যক্তি চিন্তাশীল হন। অনেক ক্ষেত্রে সম্পদশালী এবং একাধিক ব্যবসার মালিক হন।

এই রকম ভাগ্যরেখার সঙ্গে কনিষ্ঠার নখ যদি ছোট হয় তা হলে ব্যবসা এবং রাজনীতিতেও সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। চন্দ্রের ক্ষেত্র থেকে শনির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত ভাগ্যরেখা বিশিষ্ট মানুষের সঙ্গে সাধারণত ভাই, বোন, ভগ্নিপতির সঙ্গে ব্যবসা ভাল হয়। চন্দ্রের ক্ষেত্র থেকে শনির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত ভাগ্যরেখা বিশিষ্ট মহিলারা সাধারণত যে পরিবারে যান (বিয়ের পর স্বামী গৃহে) সেই পরিবারের আয় এবং পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পায়। পিতৃগৃহের ক্ষতি হয়, পারিবারিক উন্নতি হ্রাস পায়, পরিবারের সদস্যদের বিভিন্ন রোগ হয়। ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে শুরু হয়ে হৃদয়রেখায় গিয়ে ঠেকলে তা ধীরে উন্নতি নির্দেশ করে। অংশীদারি ব্যবসায় সাফল্য পাওয়া যায় না, বিভিন্ন সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন:  Gujia Sweet: বাজারে 'বাহুবলী' মিষ্টি, একটা গুজিয়ার ওজন 2 কেজি !

Featured article

%d bloggers like this: