24 C
Kolkata

Question & Answer: বেশ কিছু প্রশ্নের উত্তর জানুন এখানে

নিজস্ব সংবাদদাতা: আমরা আমাদের বিশ্বকে কতটা চিনি? আর চিনতে চাইলেই বা কতগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাই? মনের মধ্যে প্রশ্নের পাহাড় থাকলেও তার সত্যতা খুঁজে বের করতে নেট দুনিয়া তোলপাড় করেও মেলেনা তার সঠিক উত্তর। একই সাইট এক কথা বলে তো আরএকটি সাইট বলে আরও একটি। তাই আজ আমি নিয়ে এসেছি ৫১ টি এমন প্রশ্নের উত্তর যা হয়তো আপনি খুঁজছেন বহুদিন ধরেই। আর যদি নাও খুঁজে থাকেন তাহলে বলবো এটি নিশ্চই আপনার জ্ঞানের ভান্ডারকে প্রসারিত করতে সাহায্য করবে।

১.বিশ্বের বৃহত্তম সাগর কোনটি?
উত্তর: দক্ষিণ চীন সাগর।

২.বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি?
উত্তর: মেক্সিকো উপসাগর।

৩.বিশ্বের বৃহত্তম নদী কোনটি?
উত্তর: মিসিসিপি ও মিশৌরী (যৌথ)।

৪.বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি?
উত্তর: নায়াগ্রা জলপ্রপাত।

৫.বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: কাম্পিয়ান হ্রদ।

৬.বিশ্বের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি
উত্তর: সুপিরিয়র হ্রদ।

৭.বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি?
উত্তর: লেকমিয়াড।

৮.বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: গ্রিনল্যান্ড।

৯.বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি?
উত্তর: আরব উপদ্বীপ।

১০.বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর: বঙ্গীয় ব-দ্বীপ বা সুন্দরবন ব-দ্বীপ। যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ নিয়ে গঠিত।

১১.বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি?
উত্তর: মালয় দ্বীপপুঞ্জ।

১২.বিশ্বের বৃহত্তম গিরিখাত কোনটি?
উত্তর: গ্রান্ড ক্যানিয়ন।

আরও পড়ুন:  দেশের একমাত্র যম মন্দির! কোথায় আছে জানেন…

১৩.বিশ্বের বৃহত্তম বনাঞ্চল কোনটি?
উত্তর: তৈগা,কনফোরাসবন ।

১৪.বিশ্বের বৃহত্তম অরণ্য কোনটি?
উত্তর: আমাজন।

১৫.বিশ্বের বৃহত্তম তৃণাঞ্চল কোনটি?
উত্তর: প্রেইরি তৃণাঞ্চল।

১৬.বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তর: সুন্দরবন।

১৭.বিশ্বের বৃহত্তম পর্বতশ্রেণী কোনটি?
উত্তর: কারাকোরাম পর্বতশ্রেণী।

১৮.বিশ্বের বৃহত্তম নৌ-বহর কোনটি?
উত্তর: সপ্তম নৌ-বহর। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের অংশ।

১৯.বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ কোনটি?
উত্তর: ওয়েসিস অফ দ্যা সি।

২০.বিশ্বের বৃহত্তম যুদ্ধ জাহাজ কোনটি?
উত্তর: ইয়ামাটো।

২১.বিশ্বের বৃহত্তম ডুবোজাহাজ কোনটি?
উত্তর: নটিখাল।

২২.বিশ্বের বৃহত্তম বন্দর কোনটি?
উত্তর: নিউইয়র্ক বন্দর।

২৩.বিশ্বের বৃহত্তম বিমান তৈরি কারখানা কোনটি?
উত্তর: সিস্টন বোয়িং কারখানা।

২৪.বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি?
উত্তর: বাদশা আব্দুল আজিজ বিমানবন্দর (জেদ্দা)।

২৫.বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান কোনটি?
উত্তর: এয়ারবাস।

২৬.বিশ্বের বৃহত্তম নগরী কোনটি?
উত্তর: মন্টিল।

২৭.বিশ্বের বৃহত্তম রেল স্টেশন কোনটি?
উত্তর: গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল রেল স্টেশন।

২৮.বিশ্বের বৃহত্তম শহর কোনটি?
উত্তর: লন্ডন (আয়তনে)।

২৯.বিশ্বের বৃহত্তম জেলখানা কোনটি?
উত্তর: খারকভ জেলখানা।

৩০.বিশ্বের বৃহত্তম হাসপাতাল কোনটি?
উত্তর: ডিস্ট্রিক্ট মেডিকেল সেন্টার।

৩১.বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: এম.ভি.স্টেটস।

৩২.বিশ্বের বৃহত্তম লাইব্রেরী কোনটি?
উত্তর: ইউনাইটেড স্টেটস লাইব্রেরী অব কংগ্রেস (ওয়াশিংটন)।

৩৩.বিশ্বের বৃহত্তম মিউজিয়াম কোনটি?
উত্তর: লন্ডন মিউজিয়াম।

৩৪.বিশ্বের বৃহত্তম ব্যাংক কোনটি?
উত্তর: সুইস ব্যাংক।

আরও পড়ুন:  Breast Cancer: স্তন ক্যানসারের লাস্ট স্টেজে গিয়ে মেয়েরা কত দিন বাঁচেন জানেন…

৩৫.বিশ্বের বৃহত্তম হীরক খনি কোনটি?
উত্তর: কিম্বার্লী (দক্ষিণ আফ্রিকা)।

৩৬.বিশ্বের বৃহত্তম মসজিদ কোনটি?
উত্তর: শাহ ফয়সাল মসজিদ (পাকিস্তান)।

৩৭.বিশ্বের বৃহত্তম মন্দির কোনটি?
উত্তর: এঙ্গারভার্ট, কম্বোডিয়া।

৩৮.বিশ্বের বৃহত্তম প্রাসাদ কোনটি?
উত্তর: ভ্যাটিকান প্রাসাদ।

৩৯.বিশ্বের বৃহত্তম চিত্রকর্ম কোনটি?
উত্তর: গুজরাটের বরোদা (৪.২কি.মি.)।

৪০.বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তর: বৃহস্পতি।

৪১.বিশ্বের বৃহত্তম মহাকাব্য কোনটি?
উত্তর: মহাভারত।

৪২.বিশ্বের বৃহত্তম ডিকশনারি কোনটি?
উত্তর: দি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি।

৪৩.বিশ্বের বৃহত্তম হোটেল কোনটি?
উত্তর: এম জি এম গ্রান্ড হোটেল।

৪৪.বিশ্বের বৃহত্তম ঘন্টা কোনটি?
উত্তর: মস্কোর জার কলকোল।

৪৫.বিশ্বের বৃহত্তম বন মানুষ কোথায়?
উত্তর: আফ্রিকার জায়ারে গরিলা।

৪৬.বিশ্বের বৃহত্তম স্থলজ প্রানী কোনটি?
উত্তর: হাতি।

৪৭.বিশ্বের বৃহত্তম জলজ প্রাণী কোনটি?
উত্তর: নীল তিমি।

৪৮.বিশ্বের বৃহত্তম পাখি কোনটি?
উত্তর: এলিফ্যান্ট বার্ড বা অ্যাপিওরনিস ম্যাক্সিমাস।

৫৯.বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি?
উত্তর: অ্যালবাট্রস।

৫০.বিশ্বের বৃহত্তম মাছ কোনটি?
উত্তর: নীল তিমি।

৫১.বিশ্বের বৃহত্তম ফুল কোনটি?
উত্তর: টাইটান অ্যারুম।

এছাড়াও আপনার আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানতে ভুলবেন না কমেন্ট করে।

Featured article

%d bloggers like this: