25 C
Kolkata

Hydrogen Train: আর নেই দূষণের চিন্তা! এবার দূষণহীন ট্রয়ট্রেন


নিজস্ব প্রতিবেদন:
দূষণ থেকে এবার পান মুক্তি। ট্রয়ট্রেনে উঠুন কিন্তু তবুও হবে না দূষণ। সঙ্গে আবার থাকছে পাহাড়ের মনোরম দৃশ্যও। কিন্তু কি ভাবছেন এত সুবিধা কোথায় মিলবে? কারণ,এবার বাঙালির প্রিয় টয় ট্রেনের চেহারা বদলে যাচ্ছে। এবার থেকে দার্জিলিংয়ে ছুটবে দূষণহীন হাইড্রোজেন ট্রেন।


নির্বাচনের আগেই সবেমাত্র, প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় বাজেট। চলতি বছর বাজেটে এসেছে একাধিক পরিবর্তন। বাজেট প্রকাশ্যে আসার পর কারুর মুখে হাসি ফুটেছে আবার হাসি চলে গিয়েছে। আয়করের ক্ষেত্রে যেমন বাজেটে ছাড় দেওয়া হয়েছে তেমনই আবার সোনা-রুপার ক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে। তবে,এরই মাঝে কেন্দ্রীয় বাজেটে পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেনের কথাও উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার নাকি শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে নীলগিরি মাউন্টেন রেলওয়ে রুটে চলবে দূষণহীন ট্রেন।

আর সেই ট্র্রেন দেখা যাবে দার্জিলিং পাহাড়েও ছুটতে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে এই ট্রেনকে ছুটতে দেখবেন সকলে। পাহাড় ঘেরা দার্জিলিং মানেই সকলের মাথায় আসে মনোরম পাহাড়। কুয়াশা আর শীতের আমেজ। দার্জিলিং-এ গিয়ে ট্রয় ট্রেনে না উঠলে সকলের মনই খারাপ হয়ে যায়। তাই দার্জিলিং মানে সেখানে ট্রয়ট্রেন থাকবেই থাকবে। কিন্তু এতদিন এই ট্রয়ট্রেন অনেকটাই দূষিত ছিল। তবে,এবার সেই উষ্ণ থেকে মুক্তি পেতে চলেছে দার্জিলিং। এই প্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান, ‘চলতি বছরে ডিসেম্বর মাসের মধ্যে হাইড্রোজেন ট্রেনের চাকা গড়াবে দেশের মাটিতে’। আর এই ট্রেন সকলকে মুগ্ধ করতে বাধ্য।

আরও পড়ুন:  Healthy Types Of Pasta: শুধু মাংস কিংবা ডাল নয় প্রেসার কুকারে রাঁধুন এবার পাস্তা

Featured article

%d bloggers like this: