25 C
Kolkata

Recipe : পটল ভাজা ছাড়ুন বানিয়ে ফেলুন পটলের শাহী টুকরা

পটলের শাহি টুকরা। একবার খেলেই মুখে লেগে থাকবে আর স্বাদ। জেনে নিন সাধারণ এই সবজি দিয়ে কীভাবে তৈরি করবেন অসাধারণ শাহি টুকরা। রইলো রেসিপি-

উপকরণ ১. পটল ১২টি ২. গুঁড়া দুধ ১ কাপ ৩. চিনি ১ কাপ ৪. কনডেন্স মিল্ক আধা কাপ ৫. কাজুবাদাম, পেস্তাবাদাম, কিসমিস আধা কাপ ৬. ঘি ৩ টেবিল চামচ ৭. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ ৮. জাফরান ১ চিমটি ৯. গোলাপজল ১ টেবিল চামচ ১০. খাবার সোডা ১ চা চামচ ও ১১. পানি পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে পটলের খোসা ছাড়িয়ে ধুয়ে ভেতর থেকে বীজ বের করে নিতে হবে। এরপর একটি পাত্রে জল ফুটয়ে নিয়ে তার মধ্যে খাবার সোডা মিশিয়ে পটল দিয়ে ২ মিনিট রেখে তুলে নিন। এরপর টিস্যু দিয়ে পটলের গায়ে থাকে জল ভালো করে মুছে নিতে হবে।

আরও পড়ুন:  Mixer Grinder: মিক্সার জার পরিষ্কার করার সহজ উপায়

এবার অন্য হাড়িতে চিনি জল দিয়ে সিরা তৈরি করতে হবে। প্যানে ঘি দিয়ে বাদাম ভেজে তুলে নিন। দুধ ও কনডেন্স মিল্ক দিয়ে নাড়তে হবে। ঘন হয়ে এলে জলেতে মেশানো কর্নফ্লাওয়ের মিশ্রণ দিয়ে নেড়ে নিন।

এরপর ভাজা বাদাম, জাফরান ও গোলাপ জল দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। এবার চিনির সিরায় পটলগুলো ৫ মিনিট সেদ্ধ করে নিব।

Featured article

%d bloggers like this: