25 C
Kolkata

Sarkari Naukri: আবেদন করলেই মিলবে কৃষি দফতরে চাকরি

নিজস্ব প্রতিবেদন: হাজারো প্রাইভেট ফার্মের যুগে আজও কোটি কোটি মানুষের ভরসা সরকারি চাকরি। তাই অনেকেই পড়াশোনা করেও সরকারি চাকরির জন্য অপেক্ষা করে। তবে, আর চিন্তা নেই এবার চাকরি প্রার্থীদের জন্য সুখবর জানিয়ে হাজির রাজ্য সরকার।

আবেদন করলেই মিলবে রাজ্য সরকারের কৃষি দফতরে চাকরি। এবার ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট- এ নিয়গের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ ডেটা এন্ট্রি অপারেটর প্রযুক্তিগত বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

এই পদে আবেদনের জন্য যোগ্য আবেদনকারীদের কৃষি বিভাগের সঙ্গে যুক্ত বিষয় স্নাতক হতে হবে। পাশাপাশি জানতে হবে কম্পিউটার। ৬৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। এই পদে আবেদনের শেষ তারিখ আগামী 30 মার্চ। এই পদে আবেদনের জন্য https://www.gktodaybengali.in/2023/03/west-bengal-agriculture-department-recruitment.htmlলিঙ্কে ক্লিক করে প্রথমে নিচের বক্স থেকে WB এগ্রিকালচার ভ্যাকান্সি 2023 বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড করুন। এরপর রেজিস্ট্রেশনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যান। নথি আপলোড করে আবেদন ফরম্যাটে জমা দিন।

আরও পড়ুন:  Sarkari Naukri: শ্রম দফতরে স্থায়ী চাকরি,আবেদন করুন আজই

Featured article

%d bloggers like this: