22 C
Kolkata

Cold And Sore Throat Experts Explain: গলা থেকে চিঁ চিঁ শব্দ, সাবধান পরামর্শ নিন বিশেষজ্ঞের

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেও গলার স্বর ঠিক ছিল। কিন্তু হঠাৎই গমগমে আওয়াজ। সুন্দর স্বরের বদলে বেরোচ্ছে চিঁ চিঁ শব্দ? খুব সাবধান! আপনার কিন্তু হতে পারে এই বিশেষ রোগ।

গত কয়েকদিন ধরেই পরিবর্তন হয়েছে আবহাওয়ার। কখনও রোদ আবার কখনও মেঘলা। এই ওয়েদারে অনেক সময় শরীর খারাপ হতে পারে অনেকের। যদি আবহাওয়ার সঙ্গে নিজেকে মানানসই করতে না পারেন তাহলে আপনার মুখ নড়লেও শব্দ বেরোবেনা। থাকবে ঘুসঘুসে জ্বর,নাক দিয়ে জল গড়ানো। দমক দিয়ে কাশি। বেশিরভাগ ক্ষেত্রেই শিশু, স্কুলপড়ুয়া কিশোর, মধ‌্যবয়স্ক থেকে বৃদ্ধ সকলে শরীরেই এরকম উপসর্গ দেখা যাচ্ছে। আর সেই শরীর খারাপের নেপথ্যে দায়ী ভাইরাস। বেশিরভাগ ক্ষেত্রেই ব‌্যাকটিরিয়া ঘটিত সংক্রমণও ঘটছে।

এরকম সময় অনেককেই দেখা যাচ্ছে চিকিৎসকের পরামর্শ না নিয়ে অ‌্যান্টিবায়োটিক খাচ্ছে। কিন্তু এতে অ‌্যান্টিবায়োটিক কাজ না করে উলটে হিতে বিপরীত হচ্ছে। এই অবস্থায় অবশ্যই যোগাযোগ করা উচিত চিকিৎসকের সঙ্গে। কারণ এই সময় রোগীদের মধ্যে শুকনো কাশির প্রাদুর্ভাব মারাত্মক। তাই কাশি থামাতে অনেকে অ‌্যান্টি অ‌্যালার্জিক জাতীয় ওষুধ খাচ্ছে। এমনকি গলার আওয়াজ উধাও হয়ে যাচ্ছে। তার কারণ ল্যারিনজাইটিস। সেক্ষেত্রে কড়া কড়া অ্যান্টিবায়োটিক না খেয়ে স্নান করতে হবে রোজ। ঘরোয়া টোটকায় মধু-তুলসীপাতা দিয়ে দিনে দু’বার করে ভেপার নিন। জল খেতে হবে দিনে সাড়ে তিন লিটার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। আর শিশুদের ক্ষেত্রে হলে দেড় লিটার। তবেই সম্ভব ঠিক হয়ে যাওয়া।

আরও পড়ুন:  Vastu Tips: ঘরের সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি করতে মেনে চলুন কয়েকটি বাস্তু টিপস

Featured article

%d bloggers like this: