১) পিথোরাগড় – এই অঞ্চলটিও উত্তরাখন্ডের মানস সরোবরের ও কৈলাস যাত্রা পথে পরে। এমনিতেই সকলের কাছে স্বর্গীয় কৈলাস। তার উপর এরকম প্রাকৃতিক সৌন্দর্যের একাধিক অঞ্চল থাকলে পর্যটকদের এটি আরো আকর্ষন করে।
২) মুন্নার — কেরলে মুন্নার অঞ্চলটি দেখতে পাওয়া যায় । এটি এতটাই মনমুগ্ধকর ও নিস্তব্ধ জায়গা যে এখানে বছরের প্রত্যেকটা দিনই পর্যটকদের ভিড় থাকে।
৩) খাজ্জিয়ার — এই অঞ্চলটিতে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। অনেকেই খাজ্জিয়াকে ছোট সুইজারল্যান্ড বলে নির্দেশ করে। পর্যটন কেন্দ্র হিসেবে একদম উপযুক্ত জায়গা। ঘন অরণ্য ও সবুজ উপত্যাকায় ঘেরা রয়েছে অঞ্চলটি।
৪) নোহকালিকাই জলপ্রপাত — এটি পৃথিবীর সবচেয়ে আদ্রতম স্থান বলে পরিচিত। পৃথিবীতে অন্যতম আকর্ষণীয় জলপ্রপাত হচ্ছে নোহকালিকাই। এটি মূলত অবস্থিত চেরাপুঞ্জিতে।
৫) ফুলের উপত্যাকা — উত্তরাখন্ডের নন্দাদেবী জীবমন্ডলের পাদদেশেএই জায়গাটি। এই জায়গার এরকম নামকরণের হচ্ছে , এখানে অসংখ্য প্রজাতির একাধিক ফুল দেখতে পাওয়া যায়। বিশেষ করে উপত্যকাটি পাহাড়ের সংলগ্ন হওয়ায় এর প্রাকৃতিক রূপ মনমুগ্ধ করে মানুষকে।