22 C
Kolkata

পুজোতে টেস্ট করুন স্ট্রিট কাবাব

নিজস্ব সংবাদদাতা : অপেক্ষার অবসান ,মা আসছেন। পুজো মানে শুধু রাত জেগে ঠাকুর দেখা নয় ,পুজো মানে খাওয়া -দাওয়া, জমাটি আড্ডা। প্রতিদিনের খাদ্যাভ্যাস থেকে পুজোর চারটে দিন একটু অন্য রকম কিছু খেতেই পছন্দ করেন সবাই।তাই বাঙ্গালিদের গন্তব্য হয় ছোট -বড় রেস্তোরাগুলি। আর এমন সময় যদি সুস্বাদু কাবাব খাওয়ার ইচ্ছে হয় তবে কলকাতার নামকরা কাবাব রেস্তোরাগুলির পাশাপাশি ঘুরে আসতে পারেন স্ট্রিটে গুলিতেও।ভাবছেন কোথায় যাবেন তাই তো? চিন্তা নেই এখানে কলকাতার কিছু সেরা ঠিকানা রইল আপনার জন্য।

১.oh my kebab-এটি অবস্থিত কনভেন্ট রোড ,মৌলালি সেনকো গোল্ড বিপরীতে। এখানে ১৪৯ টাকায় ৪ রকমের কাবাব পাওয়া যায়।প্রতিটি প্লেটে প্রায় ৮পিস্ করে কাবাব পাওয়া যায়।এর পাশাপাশি ২০০ টাকায় ৮-৯পিস্ ফ্রাইড চিকেন। সত্যি অসাধারণ তাই না?এত কম টাকায় পেয়ে যাচ্ছেন সুস্বাধু কাবাব যা খেলে আপনার মন ভরবেই। দরকার হলে ৮০১৭২১০১৭৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন:  Thankuni Pata: টবের মধ্যে থানকুনি চাষ করার পদ্ধতি

২. The Hungry Kebab- হাতিবাগানে জাস্ট রাস্তার ওপর ঠিক আমিনিয়া রেস্টুরেন্টের ঠিক উল্টোদিকে অমৃত মিষ্টি দোকানের ঠিক পাশেই ট্রাম রাস্তার ওপর এই দোকানটি। এই ছোট্ট স্টলে কাবাবের বিভিন্ন ধরণের আইটেম পেয়ে যেতে পারেন।এছাড়াও পেয়ে যাবেন গ্রিল কাবাব। দরকার হলে ৭৯৮০৮৮৯৯০৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।

৩. The Smockey Kabab-.এটি পাইক পাড়ায় আশুবাবুর বাজারের কাছে অবস্থিত। মাত্র ৪০ টাকায় দারুন স্বাদ কাবাব পাওয়া যাই এখানে। কোয়ালিটিও বেশ ভালো।তাছাড়াও আছে কাতলা, চিংড়ি, ভেটকি সুস্বাদু সব মাছ, চিকেন লেগপিস, চিকেন উইংস।তবে সন্ধ্যেবেলায় চলে আসতেই পারেন সুস্বাদু এই আইটেমগুলো খেতে ।

8.Ballygaunj kabab- এটি বালিগঞ্জের অবস্থিত। এখানে পেয়ে যাবেন জিভে জল আনা সব কাবাবের মেনু । যেমন আছে cheese garlic chicken kabab, chicken changrezi kabab, mutton tribal tikka আরো অনেক কিছু । খাদ্য প্রেমীদের যদি কাবাব খেতে মন চায় তাহলে অবশ্যই আসতে হবে এই রেস্তোরায়। তবে আর দেরি কেন চলে আসুন এখানে।

আরও পড়ুন:  Narendra Modi: শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত মোদী সরকারের

Featured article

%d bloggers like this: