নিজস্ব প্রতিবেদন: বাঁদররা বাঁদরামি করবে এআর নতুন কি? তবে, এবার মানুষের হাতে থাকা জিনিস বাঁদরের হাতে। বর্তমানে সকলের হাতে হাতেই স্মার্টফোন। আর সেই ফোন ছাড়া কোনও গতি নেই কারুর। ফোন করা হোক কিম্বা ফটো তোলা ফোন নিয়ে ব্যস্ত থাকে সকলে। এবার সেই ফোনে ডুব দিল বাঁদররা।

কিন্তু বাঁদর তো বাঁদরই তারা কিভাবে ব্যবহার করবে স্মার্টফোন? সেরকম প্রশ্ন থাকলেও এবার সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও বলছে অন্য কথা। এই মুহূর্তে আট থেকে আশি সকলের কাছেই ফোন বড্ড প্রিয়। ফোন ছাড়া গতি নেই কারুর। তবে, এবার
কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু প্রমাণ করে দিলেন ফোন শুধু সাধারণ মানুষ নয় ব্যবহার করতে পারে বাঁদররাও। নিজের সোশ্যল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেছেন সে। যেখানে দেখা যাচ্ছে, একেবারে মানুষের মতোই সোৎসাহে মোবাইল স্ক্রোল করছে তিন বাঁদর। বেশ মজার ছলেই মোবাইল নিয়ে ব্যস্ত তারা।

