22 C
Kolkata

Vastu Tips : এই বাস্তু টোটকা গুলি মানলেই উন্নতি আসবে নিজের থেকেই

নিজস্ব প্রতিবেদন : জীবনে উন্নতি করতে চান? তাহলে বস্তু মেনে চলুন। আপনার কোনও ধারণাই নেই বাস্তু মেনে চললে আপনার জীবনে কতটা ভালো হতে পারে।

প্রথমেই বাড়ির প্রবেশ দ্বার পূর্ব দিকে হয় অত্যন্ত শুভ।সকালবেলা প্রবেশ দ্বার খুলে রাখবেন, যাতে সকালের সূর্যের আলো গৃহে প্রবেশ করতে পারে। এতে সমস্ত পজিটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির দরজা, জানালা সব খুলে দিন। সূর্যের আলোকে ঘরের ভিতরের সহজেই প্রবেশ করে।

কিন্তু সন্ধ্যাবেলা দরজা-জানলা বন্ধ করে দিতে হবে। এতে নেগেটিভ শক্তি আপনার ঘরের ভেতরে কখনোই প্রবেশ করতে পারবে না। ঘরে শান্তির জন্য সকালবেলা কর্পূর ছড়িয়ে রাখতে পারেন। এতে কিন্তু অশুভ শক্তি আপনার ঘর থেকে সহজেই চলে যাবে। অব্যশই ঘরে তুলসী গাছ রাখবেন। যদি ঘর সাজাতে ইচ্ছে করে তাহলে, সবুজ টাটকা ফুল অথবা গাছ দিয়ে ঘর সাজানো। নষ্ট হয়ে যাওয়া প্লাস্টিকে ফুল কিংবা প্লাষ্টিকের গাছ একদম রাখবেন না।

আরও পড়ুন:  Dawki Lake: গুড ফ্রাইডের ছুটিতে ঢু মারুন বিদেশী নদীতে

সবচেয়ে গুরুত্ব পূর্ণ ঘরের একদিকে কখোনই তিনটি দরজা করবেন ন।বাস্তুমতে এটি আপনার ঘরে খারাপ বার্তা বয়ে নিয়ে আসে। সর্বদা ঘরের এক পাশে দুটি দরজা করুন। ঘরে ময়ুরের পালক লাগিয়ে দিন। এছাড়াও, গোলাকার টেবিল, গোলাকার আয়না আপনার ঘরের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকারক।সেদিন তা নজর রাখবেন। বাড়ির টেবিল গোলাকার বানাবেন না।

Featured article

%d bloggers like this: