32 C
Kolkata

Weather Report: ধেয়ে আসছে দুর্যোগ,কারেন্ট গেলেই ফোন করুন কন্ট্রোল রুমে

নিজস্ব প্রতিবেদন: হাজির বর্ষাকাল। ইতিমধ্যেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে শহর। কিন্তু এত সহজেই রক্ষে পাচ্ছে না কলকাতাবাসি। ধেয়ে আসছে দুর্যোগ। কিন্তু দুর্যোগ থেকে বাঁচতে ফোন করুন কন্ট্রোল রুমে।আবহাওয়া দফতর সূত্রে খবর,প্রচন্ড গরম থেকে শহরবাসীকে মুক্তি দিতেআগামী কয়েকদিন ঝড়বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বাংলায়।

শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সহ প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত এই ধরনের আবহাওয়া চলত থাকায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই কন্ট্রোল রুমও খোলা হচ্ছে।

কারনআসন্ন দুর্যোগের জেরে বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা আঁচ করা যাচ্ছে। সেই সমস্যা কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে বিদ্যুৎ দফতরের তরফে জরুরী ভিত্তিতে বৈঠকের ডাক দেন বিদ্যুৎমন্ত্রীযদি কেউ বিপদে পড়েন তাহলে কন্ট্রোলরুমের যোগাযোগ করতে পারেন। কন্ট্রোল রুমের নম্বর 8900793504, 8900793503।   

আরও পড়ুন:  TMC vs BJP: মমতার ধরনা মঞ্চে ‘বিজেপি ওয়াশিং মেশিন’

Featured article

%d bloggers like this: