19 C
Kolkata

Siliguri: ভোটকেন্দ্রে অসুস্থ রোগীকে সাহায্যের হাত তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা: অসুস্থ রোগীকে নিয়ে রাজনৈতিক চাপানউত্তরে শিলিগুড়িতে। শনিবার শিলিগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের ২নম্বর বুথে ভোট দিয়ে ফিরে যাবার পথে এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। বিজেপি প্রার্থী নান্টু পালে অভিযোগ, কেন দলীয় অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে। নির্বাচন কমিশন কেন ব্যবস্থা করবে না। প্রিসাইডিং অফিসার তন্ময় ভট্টাচার্য সঙ্গে সঙ্গে সেন্টার অফিসে খবর পাঠান। এদিকে বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তখন তৃনমূল কর্মীরা তাদের অ্যাম্বুলেন্সে করে ঐ বৃদ্ধকে হাসপাতালে পাঠিয়ে দেয়। তৃনমূল প্রার্থী বাসুদেব ঘোষে বলেন, অসুস্থ রোগীর সেবা করাই আমাদের লক্ষ্য ছিল। আমরা রং দেখি না। রোগী হাসপাতালে পোঁছলেও দুই দলের চাপানউত্তরে সরগরম ১২ নম্বর ওয়ার্ড। যদিওঅসুস্থ ওই বৃূদ্ধ আপাতত সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Bankura: বিজেপি বিধায়ক নিজের হাতে রান্না করে কি খাওয়াচ্ছেন মিঠুনকে?

Featured article

%d bloggers like this: