34 C
Kolkata

MUNICIPAL ELECTION 2022: সপাটে চড় মারলেন অর্জুন সিং!

নিজস্ব প্রতিবেদন: নির্বাচনের আগের রাত থেকেই ক্ষুব্ধ অর্জুন সিং। ব্যারাকপুরে ইতিহাস গড়বেন বলে সংবাদমাধ্যমের সামনে আগেই জানিয়ে দিয়েছেন তিনি। এরপরই সকালবেলা ভোট দিতে গিয়ে বাধা পান তিনি। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার অর্জুন সিং। নিজের বুথেই বাধাপ্রাপ্ত হন। অভিযোগ, অর্জুন সিংয়ের গাড়ি আসতে দেখেই তা আটকানোর চেষ্টা করে পুলিশ। সঙ্গে ছিল কিছু বিক্ষোভকারীও। গাড়ি থেকে নামলে বচসায় জড়ান অর্জুনও। আর সেখানেই শুরু হয় সমস্যা। এরপরই মেজাজ হারিয়ে চড় কশাতে দেখা যায় বিজেপি সাংসদকে।

ঘটনাস্থল থেকে অর্জুন সিংকে সরে যেতে বলা হয়। পুলিশের কথা মানেননি তিনি। দু’পক্ষের মধ্যে হাতাহাতি চরমে ওঠে। অভিযোগ, অর্জুন সিংকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। এরপরই বিক্ষোভকারীদের উদ্দেশে তেড়ে যান অর্জুন। আর তারপরই তিনি চড় কষান বলে অভিযোগ ওঠে। তৃণমূলে থাকা থেকে এখন বিজেপিতে, প্রতিবারই নিজের হাতে ভোট করান। নিজেই প্রতিদ্বন্দ্বীতাও করেন। নতুন কিছু নয়। তবে এবার একপ্রকার অসহায় অবস্থায় মেজাজ হারাতে দেখা গেল তাঁকে। ক্ষুব্ধ অর্জুন সিং বলেন, “জীবনে প্রথমবার ভোট দিতে পারলাম না। খুব খারাপ লাগছে। কিছু গদ্দারের জন্য এটা করতে পারলাম না। খুবই খারাপ লাগছে। প্রার্থী দেওয়া হয়েছিল। কিন্তু গদ্দারি করে পালিয়ে গেল।” একই সঙ্গে বারাকপুরের বিজেপি সাংসদ অভিযোগ করেন, “সকাল থেকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। মানুষ উত্তর দিয়ে দেবে। ২০২৪-এ এর ফল বুঝতে পারবে তৃণণূল। মানুষ যখন নিজের ভোট দিতে পারবে না, তার রিঅ্য়াকশন হবেই।” এই ঘটনার পরই বিজেপি সাংসদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। শাসক দলের অভিযোগ, ভোটের মধ্যে নিজের এলাকার বাইরে ঘুরে বেড়াচ্ছেন।

আরও পড়ুন:  Jadavpur Muder: প্রেমের এ কী পরিণাম ! শ্বাসরোধ রোধ করে খুন করল লিভ-ইন পার্টনারই
আরও পড়ুন:  Home stay in Bengal:৬ মাসের মধ্যে হোম স্টের নিরিখে শীর্ষে বাংলা -ইন্দ্রনীল সেন

Featured article