34 C
Kolkata

Arrest: বাসে চেপে পালানোর ফন্দি ধর্ষকের, নিজের ভুলেই জেলবন্দি ভাঙরের যুবক

নিজেস্ব প্রতিবেদন : দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরের বাসিন্দা রফিকুল মোল্লার বিরুদ্ধে ১ বছর আগে ধর্ষনের অভিযোগ দায়ের হয় ভাঙ্গর থানায়। তার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন রফিকুল। তিনি যেন উবেই গিয়েছিলেন। গোপন সূত্রের খবর ছিল যে তিনি শিয়ালদাহ বা হাওড়া থেকে আত্মগোপন করে অনত্র চলে যাওয়ার ফন্দি করছেন আরও জানা যায় তিনি সাইন্স সিটির। বুধবার সকালে তার কোন চেষ্টাই তার করতে পারলো না।

বুধবার সকালে বাসন্তী হাইওয়ে হয়ে সাইন্স সিটি আসেন ।তাকে ধরতে পুলিশ সোচ্চার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৯টা ৫০ নাগাদ পরমা আইল্যান্ড পৌঁছন তিনি, সেখান থেকেই উদ্দেশ্য ছিল তার। কিন্তু তার আগেই তিলজলা ট্রাফিক গার্ডের ওসি শৌভিক চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সময় অন্য যাত্রীদের থেকে বেশ ‘চঞ্চল’দেখাচ্ছিল রফিকুলকে। এক পুলিশ কর্মীর বক্তব্য, ‘‘ওঁকে দেখে মনে হচ্ছিল, বাস ধরে এলাকা ছাড়তে পারলে যেন তিনি হাঁফ ছেড়ে বাঁচেন।’’ সে ভুল নাম বলেও বিভ্রান্ত করার চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু পুলিশের কাছে তার ছবি থাকায়, তা দেখে তার পরিচয় নিশ্চিত করে তারা।তাকে আটক করার পর প্রাথমিক ভাবে প্রগতি ময়দান থানায় রাখা হয়। এর পর তাঁকে তুলে দেওয়া হয় ভাঙড় থানার পুলিশের হাতে।

আরও পড়ুন:  Jadavpur University:এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উঠেল ধর্ষনের অভিযোগ

Featured article