22 C
Kolkata

এবার পুজোয় আর খালি হাতে নয় !

নিজস্ব সংবদদাতা: শাড়ি কিংবা চুরিদারের সাথে হাতে চুড়ি আমরা সকলেই পড়ি। কিন্তু সব লুকের সাথে চুরি কি আমরা পড়ি? এখন নতুন ট্রেন্ডিং এ চলছে ওয়েস্টার্ন জিনিসের সাথে চুড়ি পড়া। আসলে বলতে পারেন এটা পূজার একটি অংশ। সামনে যেহেতু পুজো রয়েছে, তাহলে একটু অন্যরকম লুকে দেখানোর জন্য এবছরের ট্রেন্ডিং এ চলছে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে চুড়ি মানেই যে সেটা কাচের হবে এমনটা কিন্তু নয়। চুরির অনেক ভাগ রয়েছে যেমন পেপার কিংবা ব্রেসলেট যেগুলো ওয়েস্টার্ন ড্রেস থেকে শুরু করে ইন্দ ওয়েস্টার্ন সকলের সাথেই যায়।

আপনি ওয়ান পিস এর সাথে যেমনি ব্যাংগেলস পড়তে পারবেন, ঠিক তেমনই টপ জিন্স এর সাথে পড়তে পারবেন। এই চুড়িগুলো দেখতে অনেক স্ট্যান্ডার্ড অ্যাডভান্স লুকের হয়। তাই আপনি যদি এই চুড়িগুলো হাতে পড়েন তাহলে আপনাকে একটা অন্যরকম লুকে দেখাবে। এবং আকর্ষিত করবে অন্যদেরকেও। এগুলো ঠিক কাচের চুড়ির মত দেখতে হয় না। মোটা হয় শুরু হয় এবং দেখতে অনেকটা বালার মতন হয়ে থাকে । তাই সমস্ত জামাকাপড় এর সাথে এটি মানানসই হয়।

আরও পড়ুন:  Currant cultivation: পরিত্যক্ত জমিতে বেদানা চাষে দারুন লাভ

Featured article

%d bloggers like this: