ফের দাম চড়তে শুরু করেছে সবজি বাজারে। মানুষের আয় ক্রমশই কমছে আর বাড়ছে ব্যায়ের পরিমাণ। একাধিক সবজির দাম গত মাসের তুলনায় কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছে। ফলে মাথায় হাত পড়েছে নিত্যদিন বাজার যাওয়া নিম্ন-মধ্যবিত্ত মানুষের। কারণ এতদিন মাছ-মাংসের দাম চড়া থাকলেও কম দামে পাওয়া যাচ্ছিল সবজি। কিন্তু এখন সেই দাম অনেকটাই চড়েছে।
ফুলকপি, বাঁধাকপি বাজার থেকে কমছে, তেমনই দাম বাড়ছে সবজিগুলির। শীতের 5 টাকার ফুলকপি এখন বিক্রি হচ্ছে 10-15 টাকা পিস দরে। বাঁধাকপিরও কেজি রয়েছে 15 টাকা। ওলকপি বাজারে দেখা নেই। অন্যদিকে শীতের সবজি ছাড়াও দাম চড়েছে উচ্ছে, পটলের মতো সবজির। কেজি প্রতি উচ্ছে বিক্রি হচ্ছে 60 টাকাতে। পটলের কেজি রয়েছে 80 টাকা। এঁচড় বিক্রি হচ্ছে 50 টাকাতে। অপর এক এই সিজনের সবজি কাঁচা আম। তারও দাম রয়েছে 100 টাকা কেজি। অন্যদিকে, সস্তার সবজি হিসেবে রয়েছে আলু, পেঁপে, টমেটোর মতো সবজি। আলুর কেজি রয়েছে 12-15 টাকা। টমেটোর দাম রয়েছে 20 টাকা ও পেঁপের কেজি রয়েছে 20 টাকা।
এছাড়া পেঁয়াজের দাম রয়েছে 30 টাকা কেজি। অন্যদিকে, মাছ বাজারে দাম রয়েছে আগুন। কাতলা, ভেটকি, পাবদার মতো মাছের গায়ে হাত ছোঁয়ানোর উপায় নেই। কাতলার কেজি রয়েছে 400 টাকা, পাবদা মাছের দাম শুরু হচ্ছে 350 টাকা থেকে। একইসঙ্গে ভেটকি মাছের দাম রয়েছে 600 টাকা কেজি। চিংড়ির দাম রয়েছে 35 টাকা প্রতি 100 গ্রাম। পাশাপাশি ভোলা মাছের দাম রয়েছে 300 টাকা কেজি। মাছ বাজারে পাওয়া যাচ্ছে রুই মাছ, ট্যাংরা মাছ, পোনা মাছ। রুইয়ের কেজি রয়েছে 200 টাকা। ছোট ট্যাংরা পাওয়া যাচ্ছে 150 টাকায়, পোনা মাছেরও দাম রয়েছে 150 টাকা। এছাড়া লোটে মাছের দাম রয়েছে 120 টাকা কেজি।