25 C
Kolkata

বাঙালি মতে বিয়ে সারল নোবিতা

নিজস্ব সংবাদদাতা: করোনা আবহে আয়োজন বিরাট নয়। অনাড়ম্বরে সকলের আড়ালে বেধে গেল গাঁটছড়া। আমাদের সকলের চেনা চরিত্র বাধা পড়ল বিবাহ বন্ধনে।
ছবি দেখে অবাক? অবাক হওয়ার কিছু নেই, এ নিছকই এক শিল্পীর শিল্প। তৃষা সাধুখাঁ নামের এক শিল্পী নোবিতা আর সিজুকার বিয়ের অনুষ্ঠান সেরে ফেললেন নিজের শিল্পে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসুন দেখেনি বিয়ের শুভ অনুষ্ঠান একনজরে।

শিল্পী: তৃষা সাধুখাঁ

পাতে লুচি,সাদা ভাত, দই, মাছ, মাংস, পায়েস, রসগোল্লা, আমার চাটনি, চিংড়ি, ইলিশের পেটি ভাজা,পাঁপড়, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু সমেত সারা হল সিজুকার আইবুড়ো ভাত। পাশে উপস্থিত ডোরেমন ভগিনী ডোরেমি।

শিল্পী: তৃষা সাধুখাঁ

অন্যদিকে একই পদে সারা হল নোবিতার আইবুড়ো ভাত’ও। বরপক্ষে হাজির ডোরেমন, জিয়ান, সুনিও। হলুদ পাঞ্জাবিতে বাঙালি মেয়েদের ফ্ল্যাট করা হালকা দাড়ি নিয়ে হ্যান্ডসম লুকে আইবুড়ো ভাত খেতে বসেছে নোবিতা। নীল পাঞ্জাবিতে উপস্থিত সুনিও আর কমলা পাঞ্জাবিতে জিয়ান। হাসিমুখ ডোরেমনেরও।

শিল্পী: তৃষা সাধুখাঁ

কানে গলায় ঝকঝকে গয়না পড়ে হাতে মেহেন্দি সারল সিজুকা।

শিল্পী: তৃষা সাধুখাঁ

লাল ব্লাউজ আর হলুদ শাড়িতে মাথায় কানে ফুলের মালা পরিহিতা সিজুকার হল গায়ে হলুদও।

শিল্পী: তৃষা সাধুখাঁ

লাল পেড়ে সাদা শাড়ি পরে ছেলের গায়ে হলুদ সারলেন নোবিতার মা তামাকো নোবি।

শিল্পী: তৃষা সাধুখাঁ

এরপরই পালা ছাদনাতলায় আসার। হাতে পান পাতা নিয়ে কনে সাজে লাল পাড়ের বেনারসীতে বিয়ের মণ্ডপে প্রবেশ সিজুকার।

শিল্পী: তৃষা সাধুখাঁ

বাঙালি বরের সাজে ধুতি,পাঞ্জাবি, টোপরে মণ্ডপে অপেক্ষারত নোবিতাও। সঙ্গে বর যাত্রী নীল পাঞ্জাবিতে জিয়ান সুনিও একেবারে আহ্লাদে আদখানা। পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছে মিস্টার ডোরেমনও।

শিল্পী: তৃষা সাধুখাঁ

লাল সাদা মালা পরে হবু বরের সঙ্গে লাল গালে লজ্জাবতী কনে, হল শুভদৃষ্টি।

শিল্পী: তৃষা সাধুখাঁ

বরের চোখে চোখ রাখতে পারছেনা নতুন বউ। এদিকে বউয়ের থেকে চোখই ফেরাতে পারছেনা নোবিতা। সারা হল মালাবদল।

শিল্পী: তৃষা সাধুখাঁ

সেই ছোটবেলার বন্ধুর হাতেই রাঙলো লাজুক কনের সিঁথি। নাক ভর্তি সিঁদুরে ছেলেবেলার সাথীকে জীবনসঙ্গী হিসেবে পেল নোবিতা।

শিল্পী: তৃষা সাধুখাঁ

নববধূকে জড়িয়ে লাজহোম সারল নবিতা। বর কনে দুজনেরই গাল পরিবর্তিত হয়েছে স্ট্রবেরিতে। বিয়ের মেনুতে কি কি রয়েছে, সে সম্পরকে কিছু জানা যায়নি। ডোরাকেক তোঁ থাকবে নিশ্চই।
ছোট থেকে জীবনসঙ্গী হিসেবে চাওয়া সিজুকাকে অবশেষে পাশে পেল নোবিতা নোবি।
সম্পন্ন হল শুভ পরিণয়

আরও পড়ুন:  Rat Stealing Necklace: নেকলেস-প্রীতি ইঁদুরের,দোকান থাকে গয়না নিয়ে চম্পট

Featured article

%d bloggers like this: