গরমে নিষ্প্রাণ হয়ে চলেছে আমাদের ত্বক এই গরমে শরীরকে সুস্থ রাখার জন্য আমরা কত কিনা করি আমরা ভেতর থেকে শিখতে রাখার জন্য সব সময় জল পান করে যাই তবে শুধু ভেতর থেকেই হাইড্রেট করলেই নয় রাখতে হবে হাইড্রেট তার জন্য খরচা করতে হবে না বাইরের কোন প্রোডাক্ট।
আপনারা যদি বাইরের কোন প্রোডাক্ট ব্যবহার করতে না চায় তার ক্ষেত্রে ঘরোয়া উপায় চেষ্টা করতে পারেন এতে লাভ হবে ১০০%।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল বাইরে বাজারে কেনা ও ব্যবহার করতে পারেন। না হলে ঘরেও বানিয়ে নিতে পারেন। তার জন্য গাছ থেকে সদ্য কেটে আনা অ্যালোভেরার ডালকে কিছুক্ষণ রেখে, তারপর ডালটি থেকে জেল বের করে নিয়ে তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে একটি কনটেইনারের রেখে দিন। এই জেলাটি কুড়ি থেকে 25 দিন ভালো থাকবে। তবে এটিকে রেফ্রিজারেটরে রাখতে হবে। অ্যালোভেরা জেল টি দিনে তিনবার লাগাতে পারেন সমস্ত শরীরে তাহলে কিন্তু নাচলি হাইড্রেট হবে আপনার ত্বক।
অলিভ অয়েল মাসাজ
আমাদের অনেকেরই ধারণা শুধু শীতকালে অলিভ অয়েল মাসাজ করা হয়। না অলিভ ওয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আমাদের ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। তাই আমরা শুধু শীতকালেই নয় গরমকালের উস্কোখুস্কো ত্বকের জন্য কিন্তু অলিভ অয়েল ম্যাসাজ করতে পারি।
লোশনের ব্যবহার
যাদের কাছে এত সময় নেই এই সমস্ত ঘরোয়া উপায় চেষ্টা করার জন্য তারা বাজারের কিছু প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। যে প্রোডাক্ট গুলিতে আয়ুর্বেদিক জিনিসপত্র ব্যবহার করা হয় সেই প্রোডাক্ট গুলি বেছে নিতে পারেন। তার সাথে যেটার মধ্যে হাইড্রোঅক্সিবুলিন অ্যাসিড থাকবে সেই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন।
গরমের সময় উপযুক্ত সময় যদি এই টিপসগুলো ব্যবহার করেন তাহলে নিশ্চিন্তে ভুলে যায় গরমে উস্কোখুস্কো নিষ্প্রাণ ত্বক।