24 C
Kolkata

টুথপেস্টে আর দাঁত মাজা নয়

নিজস্ব প্রতিবেদনঃ প্রতিদিন দৈনন্দিন কাজের মধ্যেই শুরুতেই যে কাজটি করি সেটি হল ঘুম থেকে ওঠার পরে দাঁত মাজা। দাঁত মাজতে যে টুথপেস্ট ব্যবহার করা হয় সেই টুথপেস্ট এখন শুধু আর দাঁত মাজার কাজে নয়, ব্যবহার করা হবে এবার নানান ধরনের কাজে যেমন-
রুপোর কোন জিনিস কালো হয়ে গেলে সেই কালো দাগ তুলতে টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে

টুথপেস্ট ব্যবহার করা হয় পেনের কালির দাগ তুলতে জামাই কোন জায়গায় পেনের কালি দাগ পড়ে গেলে অথবা যেকোন দাগ পড়ে গেলে তার উপর টুথপেস্ট লাগিয়ে ৫ মিনিট রেখে হালকা ঘষে তুলে দিলে দাগ উঠে যাবে

টুথপেস্ট ব্যবহার করা হয় আরও এক কাজে সেটি হল রান্নাঘরের টাইলস এর তেল কালীতে কালো দাগ পড়ে গেলে হালকা ঘষে দিলেই দাগ উঠে যাবে।

আরও পড়ুন:  প্রতি সোমবার করুণ এই কাজ! মিলবে মহাদেবের কৃপা…

দাগ ওঠানো ছাড়াও কিন্তু রয়েছে আরেকটি চমৎকার গুন টুথপেস্ট সেটি হল মুখের ব্ল্যাকহেডস অথবা হোয়াইট হেডস দূর করার।

নখ ভালো রাখার জন্য টুথপেস্ট ব্যবহার করা হয় ম্যানিকিউরের হাফ কাজ এই টুথপেস্টই করে।

Featured article

%d bloggers like this: