25 C
Kolkata

Technology : কি কাজ করে ফোনের নিচে থাকা এই ছিদ্র ! এর উত্তর কি আপনার জানা আছে ?

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে মোবাইল বাদ দিয়ে দৈনন্দিন জীবন অকল্পনীয়। স্মার্ট ফোনের দরুন মুঠোয় পৃথিবী। দূরত্ব এখনো শুধু শব্দ হিসেবে বিবেচিত। ভিডিও কলের মাধ্যমে সাত সমুদ্রের দূরে থাকা মানুষটিকে চোখের সামনে দেখতে পাই নিমেষে। গোটা পৃথিবীর জানা অজানা তথ্য পেয়ে যাই হাতের নাগালে। কিন্তু এই স্মার্টফোনের অনেক ফিচার সম্পর্কে আমরা এখনো অজ্ঞাত।

স্মার্ট ফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ন অংশ হলেও আমরা অনেকেই স্মার্টফোন সম্মন্ধে অনেক বিশেষ তথ্যের বিষয় জানিনা। যেমন আপনি কি জানেন স্মার্ট ফোনের ব্যবহার হয়েছে অ্যাপোলো-১১ মুন ল্যান্ডিংয়ের জন্য করা হয়েছে।আসলে কম্পিউটারের তুলনায় আমাদের দ্বারা ব্যবহৃত মোবাইলের শক্তি আমাদের দ্বারা ব্যবহৃত মোবাইলে কম্পিউটিং পাওয়ার বেশি থাকে। জানিয়ে দি যে প্রথম মোবাইল ফোন ১৯৭৩ সালে মার্টিন কুপার নামক এক ব্যক্তি তৈরি করেছিলেন। স্মার্টফোনের বডিতে ক্যামেরার লেন্স এবং ফ্ল্যাশের কাছে একটি ছোট ছিদ্র থাকে। যার সাথে আমরা সকলেই পরিচিত। এই হোল বা ছিদ্রটি সব স্মার্ট ফোনেই থাকে। এই ছিদ্রটিকে অনেকে কালো বোতামও ভেবে নেয়। আবার কেউ কেউ এই ছিদ্রটিকে ক্যামেরাও ভেবে নেয়। আসলে এই ছিদ্রটি হলো মাইক্রোফোন। তবে এই মাইক্রোফোনটি বাকি দুটি মাইক্রোফোনের থেকে আলাদা কাজ করে থাকে। এই ছোট মাইক্রোফোনটি একটি শব্দ বাতিল করার মাইক্রোফোন। এর কাজ ব্যাকগ্রাউন্ড সাউন্ড কমিয়ে দেয় যখন একজন ব্যক্তি ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা। স্মার্টফোনের এমন অনেক ফিচার্সের আছে যা সকলের অজানা।

Featured article

%d bloggers like this: