24 C
Kolkata

White Palash: পুরুলিয়ার শ্বেত পলাশের দাম ৮০ লক্ষ টাকা !

শেষ বেলায় বসন্তে আগুন রঙা পলাশ মানে এক আলাদা আবেগ, আলাদা ভালোবাসা। এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। আপনি যদি এই সময়ে পুরুলিয়া যান দেখবেন চারিদিকে অসংখ্য পলাশ ফুটে রয়েছে। এবার সামনে এল একটু ব্যাতিক্রমী খবর। শ্বেত পলাশের অপরূপ সৌন্দর্য দেখতে পর্যটকরা ভিড় জমাচ্ছেন পুরুলিয়ায়, যার দাম প্রায় ৮০ লক্ষ টাকা।হয়ত ভাবছেন, এই ফুলে কি এমন আছে যার দাম ৮০ লক্ষ টাকা ? কিন্তু এমনটাই ঘটেছে পুরুলিয়ায়। সময় বাজার দর উঠেছে প্রায় ৮০ লক্ষ টাকা।

আসলে শ্বেত পলাশ খুব একটা চোখে পড়ে না। সাদা পলাশ দেখতে গেলে আপনাকে যেতে হবে এই পুরুলিয়ায়। সম্প্রতি শ্বেত পলাশ নিয়ে পর্যটকদের মধ্যে রীতিমত হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এমনকি সামাজিক মাধ্যমেও ঘুরছে এই গাছের ফুলের ছবি। পরিবেশবিদরা মনে করছেন, এই পলাশ নিয়ে এত মাতামাতি না করে খেয়াল রাখতে হবে যাতে এই বিরল গাছকে রক্ষা করা যায়। গাছের বীজ বা অন্যান্য পদক্ষেপ দিয়ে এই গাছের সংখ্যা বাড়াতে হবে।

আরও পড়ুন:  Ramayana Yatra: শুরু হতে চলেছে 'রামায়ণ যাত্রা', সস্তায় দেখবে তিন শহর

পুরুলিয়ায় যেখানে এই গাছ রয়েছে সেখানে রীতিমত পিচবোর্ড টাঙিয়ে লিখে দেওয়া হয়েছে, কেউ যদি এই গাছের ডাল বা ফুল তোলেন সেক্ষেত্রে ১০ হাজার টাকার জরিমানা হতে পারে। পুরুলিয়ার গ্রামের বাসিন্দারা নিজেরাই জানতেন না এই ফুলের এত দাম। যার অধীনে এই গাছ রয়েছে তিনি চাষাবাদ করেন। এই গাছের শুকনো কাঠ জ্বালানির কাজে ব্যবহার করেন। তিনি শুধু জানতেন, কয়েক বছর ধরে তার একটি গাছে সুন্দর ফুল ধরছে। লাল পলাশের মাঝে শ্বেত পলাশ দেখতে অপূর্ব লাগে। তিনিও চান গাছটির সংরক্ষণ হোক। এক্ষেত্রে প্রশাসন এবং সরকারের সহযোগিতা চাইছেন।

শুধু লাল পলাশ নয়, পাশাপাশি হলুদ বা বাসন্তী সাদা বা শ্বেত পলাশ এবং নীল রঙের পলাশও দেখতে পাওয়া যায়, তবে তা বিরল দৃশ্য। নীল রঙের পলাশের দেখা একেবারেই মেলে না। শ্বেত পলাশ নিয়ে হুড়োহুড়ি করার বেশ কতগুলি কারণ রয়েছে। আসলে এই ফুলে রয়েছে অব্যর্থ কিছু ওষুধ। যৌন শক্তি বর্ধক ওষুধ থেকে শুরু করে বন্ধ্যাত্ব দূরীকরণের ক্ষেত্রে এটি নাকি দুর্দান্ত উপকারী। এমনকি ক্যানসার প্রতিরোধেও এটি বেশ ভালো কাজ দেয়। যদিও এর বৈজ্ঞানিক তত্ত্ব এখনো পাওয়া যায়নি। অপরদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথিত আছে, দেবাদিদেবের শ্বেত পলাশ ভীষণ প্রিয়। তন্ত্র সাধনাতেও এই ফুল ব্যবহার করা হয়।

আরও পড়ুন:  Shibpur Movie: 'শিবপুর '-এ স্বস্তিকা-পরম জুটি !

Featured article

%d bloggers like this: