24 C
Kolkata

ফের ১৪ দিনের জেল হেফাজতে কষ্ট মণ্ডল

এবারও মিলল না মুক্তি, আবেদনও করলেন না আইনজীবী। গরু পাচার মামলায় আগামী ১৪ দিনের জন্য ফের জেল হেফাজতে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।শুক্রবার আসানসোল জেলা আদালতে তাঁকে পেশ করা হয়। কিন্তু এদিন অনুব্রতর জামিনের আবেদনই করেননি তাঁর আইনজীবী। ফলে ফের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওই দিনই পরবর্তী শুনানি। 

শুক্রবার দিনের প্রথমার্ধ্বে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আদালতে পেশ করার সময়ে তাঁকে বেশ অসুস্থ লাগছিল। দীর্ঘ কয়েক মাসের জেলবন্দি দশায় তাঁর চেহারায় অনেক বদল এসেছে। এমনিতেও বীরভূমের তৃণমূল সভাপতির উচ্চ রক্তচাপ, সুগার-সহ একাধিক শারীরিক সমস্যা আছে। তবে এদিন আদালতে পেশ করার আগে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থই রয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি অনুব্রত মণ্ডলকে তোলা হয়েছিল আদালতে। সেদিন সিবিআই (CBI) বিচারকের কাছে দাবি করেছিল আরও বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে।

আরও পড়ুন:  Sudip Bandopadhyay: কলকাতা গেলে অবশ্যই দই, সন্দেশ খাবেন – রাষ্ট্রপতিকে পরামর্শ সুদীপের

বীরভূমের কোঅপারেটিভ ব্যাংকের ১৭৭ টি বেনামি অ্যাকাউন্টের কথা জানা গিয়েছিল আগেই। তারপর আরও ৫৪ টি বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এমনই তথ্য তুলে ধরা হয়েছিল বিচারকের কাছে। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন, ওইগুলি সব বাফার অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ঘুরপথে কোটি কোটি টাকা অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল লেনদেন করেছেন। উল্লেখ্য, সেদিনের পর ফের সিবিআই তল্লাশি চালায় আরও ১৫০ টি নতুন অ্যাকাউন্টের হদিশ পায়। অর্থাৎ মোট ৩৩০ টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এদিন এই সমস্ত তথ্য তুলে ধরা হয় বিচারকের কাছে। সিবিআই সমস্ত তথ্যই পেশ করেছে আদালতে।

Featured article

%d bloggers like this: