নিজস্ব সংবাদদাতা: করোনা আবহে নির্বাচন করার বিপক্ষে অনেকেই। বেশিরভাগই মনে করছে, এই পরিস্থিতিতে নির্বাচন করলে হাতের বাইরে বেড়িয়ে যাবে আগামীদিন। নির্বাচন করানোর বিপক্ষেই কার্যত মতপ্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার কথা মতোই কাজ করলেন। নিজের গোয়া সফর তিনি নিজেই বাতিল করেছেন বলে জানা গিয়েছে। যদিও দলীয় কোনও ঘোষণা করা হয়নি এবিষয়ে। তিনি নিজেও এই বাতিল করা সম্পর্কে কিছুই জানাননি।
আজই গোয়া যাওয়ার কথা ছিল তাঁর। গতকালই গোয়া নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। একাধিক কর্মসূচি নিয়ে ৪ দিনের জন্যে গোয়ায় যাওয়ার কথা ছিল অভিষেকের।গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয় রাজ্য রাজনীতিতে। অভিষেক বলেন, “আমার ব্যক্তিগত মতামত যদি আমি জানাই তবে আমি বলব আগামী ২ মাস সব বন্ধ রাখা উচিত, সেটা ধর্মীয় সমাবেশ হোক বা রাজনৈতিক প্রচার।” হাইকোর্টের সিদ্ধান্তে তাঁর মন্তব্য করা উচিৎ নয় বলেও জানিয়েছেন তিনি। অভিষেক বলেছেন, “নির্বাচন যে রাজ্যে আছে সেখানে প্রচার কীভাবে হবে তা ঠিক করবে কমিশন।” যেখানে পজিটিভিটি রেট বেশি, সেখানে একটা রাজনৈতিক দলকে খুশি করতে এই পরিস্থিতিতে নির্বাচন করানোর বিপক্ষে বলেই তিনি মতপ্রকাশ করেছেন। অন্যদিকে, গতকালই তিনি জানিয়েছিলেন যে তাঁর কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবারে আগামী ২ মাস কোনও সমাবেশ হবে না। সেই মতোই সোমবারের গোয়া সফর বাতিল করেছেন অভিষেক। তবে এর পেছনে অন্য কোনও কারণ আছে কি না তা নিয়ে দলীয়ভাবে কিছু জানানো হয়নি।