এই প্রথম তৃণমূলের ছাত্র ও যুব সম্প্রদায়ের সম্মেলন হচ্ছে একত্রে। দলীয় সূত্রে খবর, আগামী ২৯ মার্চ ধর্মতলায় হবে এই সম্মেলন। যার প্রধান বক্তা যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে দলের তরফে এই ঘোষণা করা হয়েছে। শনিবার এই সম্মেলনের প্রস্তুতি বৈঠক হবে তৃণমূল ভবনে।
ছাত্র এবং যুব সংগঠনকে একসঙ্গে নিয়ে অভিষেকের এই সমাবেশের দিকে তাকিয়ে সকলে। প্রতি বছর ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় আলাদা সমাবেশ হয়ে থাকে। এছাড়া ২১ জুলাই শহিদ দিবস অনুষ্ঠানের মূল আয়োজক থাকে যুব তৃণমূল। দুই সভা আলাদাভাবেই হয় তৃণমূলের তরফে। তবে এবার দুই সংগঠন একসঙ্গে সমাবেশ করছে। আগামী ২৯ মার্চ শহিদ মিনারে এই সভায় মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ওয়াকিবহাল মহলের মত, কেন্দ্রবিরোধী লড়াইয়ে মূল সংগঠনের পাশাপাশি ছাত্র-যুবদের আরও বেশি করে এগিয়ে দেওয়া লক্ষ্য শাসকদলের। সেই উদ্দেশে দুই সংগঠনকে এক ছাতার নিচে এনে সমাবেশ করার উদ্যোগ। আর তরুণ প্রজন্মের ‘আইকন’ হয়ে ওঠা অভিষেককেই প্রধান বক্তা হিসেবে চায় দুই সংগঠন। ২৯ মার্চ শহিদ মিনারের এই সম্মেলনে তিনি কীভাবে দলের ছাত্র, যুবদের অক্সিজেন জোগান, সেটাই দেখার।