25 C
Kolkata

Bangla Pokkho: বাংলার ট্যাবলো বাতিল! বিজেপিকে ‘ধিক্কার’ ট্যুইট বাংলা পক্ষর

শ্রাবণী পাল: গতকালই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্যারেডে বাংলার ট্যাবলো বাতিল করা হয়েছে। এই নিয়ে ক্ষিপ্ত রয়েছে রাজ্য রাজনীতি। এতেই অগ্নিসংযোগ করল বাংলা পক্ষ। বাঙালি বীর সন্তান নেতাজি এবং তাঁর আজাদ হিন্দ ফৌজকে কেন্দ্র করে তৈরি করা ট্যাবলো বাতিল করায় কেন্দ্রের বিরুদ্ধে ট্যুইট প্রতিবাদে সরব হল বাংলা পক্ষ। এইদিন ট্যুইটে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করে দাবিও জানায় তারা।

রবিবার ট্যুইটে উত্তাল হল বাংলা পক্ষের ট্যুইটার হ্যান্ডেল। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ”বীর সুভাষ ও আজাদ-হিন্দ-ফৌজ কে কেন্দ্র করে তৈরি বাংলার ট্যাবলো বাতিল করল বাঙালি শত্রু বিজেপি শাসিত দিল্লির কেন্দ্র সরকার। বিজেপি ও হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্র সরকারের সর্বদাই বাংলা ও বাঙালি বিরোধী চরিত্র দেখি আমরা। বাঙালি বীর সন্তানরা যখন ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিচ্ছে তখন আরএসএস ব্রিটিশের দালালি করতো।” এই সিদ্ধান্তের প্রতিবাদে বাঙালি বিরোধী বিজেপি ও কেন্দ্র সরকারকে ধিক্কার জানিয়ে ট্যুইটার প্রচার করলো বাংলা পক্ষ। #AntiNetajiBJP হ্যাসট্যাগ ব্যবহার করে ট্যুইটারে ঝড় তোলে বাঙালি। এছাড়াও আরও একটি হ্যাসট্যাগ ব্যবহৃত হয়-#BengalNetajibannedinDelhi

আরও পড়ুন:  ISRO:ভারতের মুকুটে নয়া পালক, ব্রিটেনের সংস্থার ৩৬ স্যাটেলাইটকে নিয়ে মহাকাশে পাড়ি সর্ববৃহৎ LVM3 রকেটের

তাঁদের দাবি-

১. সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত সমস্ত ফাইল প্রকাশ করতে হবে।
২. ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই।
৩. ভারতীয় সেনাবাহিনীর পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই।

Featured article

%d bloggers like this: