নিজস্ব সংবাদদাতা: কলকাতায় অবাধ পুরভোট করতে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ‘ভোটের আগে রাজনৈতিক হিংসা বাড়ছে। বিরোধীদের ওপর হামলা হচ্ছে। বিজেপি প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় অবাধ পুরভোট করতে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন।‘ প্রক্রিয়া নিয়ে বিজেপি-র পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শীর্ষ আদালতে বঙ্গ বিজেপির আর্জি, ‘কলকাতা পৌর নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হোক। মামলা শুনতে রাজি হওয়ার কথা জানিয়েছে শীর্ষ আদালত।